ধরান্দী ডিগ্রি কলেজ

ধরান্দী ডিগ্রি কলেজ বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান।

ধরান্দী ডিগ্রি কলেজ
আদম আলী কলেজ
ধরনবেসরকারি
স্থাপিত১৯৯৪
অধ্যক্ষরুহুল আমিন
ঠিকানা, ,
শিক্ষাঙ্গনধরান্দী

ইতিহাস

শিক্ষানুরাগী ব্যক্তি আদম আলী দফাদার ধরান্দী ডিগ্রি কলেজটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করেন। এলাকার গরিব কৃষক পরিবারের সন্তানরা যেন সহজে কলেজে পড়াশোনা করতে পারে সে জন্য তিনি এ কলেজটি প্রতিষ্ঠা করেন। আদম আলী দফাদারই এই কলেজের জন্য জমি দান করেছেন।

অবকাঠামো

কলেজের নিজস্ব তিন তলা ভবন রয়েছে। একাডেমিক ভবনটি উদ্বোধন করেন এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরি (এম্পি) ১৭ জুন, ২০০৬ খ্রিস্টাব্দে।

অন্যান্য সুযোগ সুবিধাসমূহ

জ্ঞান চর্চার সুবিধার্থে পাঠাগার, আইসিটি চর্চার জন্য একটি কম্পিউটার ল্যাব রয়েছে।

বার্ষিক কার্যক্রম

প্রতিবছর এ কলেজে এইচএসসি শিক্ষার্থীদের বিদায়ী ও দোয়া অনুষ্ঠান হয়ে থাকে।[1]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

  1. http://www.barisalboard.gov.bd/102591
  2. http://www.barisalboard.gov.bd/102591
  3. https://g.co/kgs/Q6GkBV
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.