দ্বিতীয় সিকান্দার শাহ

দ্বিতীয় সিকান্দার শাহ ১৪৮১ সালে সংক্ষিপ্ত সময় বাংলার সুলতান ছিলেন।[1]

ইতিহাস

সুলতান শামসউদ্দিন ইউসুফ শাহের পুত্র সিকান্দার শাহ পিতার মৃত্যুর পর ক্ষমতালাভ করেন। তবে তিনি বেশিদিন ক্ষমতা ধরে রাখতে পারেননি। ইতিহাসবিদ গোলাম হোসেন ও নিজামউদ্দিন আহমাদের মতে তিনি এক বা দুইদিনের জন্য সুলতান ছিলেন। বাংলাপিডিয়া অনুযায়ী মানসিক ভারসাম্যহীনতার জন্য তাকে সরে দাঁড়াতে হয়।[1] তবে সুলতান হিসেবে তার সময়সীমা দুই মাস পর্যন্ত ছিল হতে পারে।

দ্বিতীয় সিকান্দার শাহ
পূর্বসূরী
শামসউদ্দিন ইউসুফ শাহ
বাংলার সুলতান
১৪৮১
উত্তরসূরী
জালালউদ্দিন ফাতেহ শাহ

আরও দেখুন

তথ্যসূত্র

  1. ABM Shamsuddin Ahmed, Sikandar Shah II, Banglapedia: The National Encyclopedia of Bangladesh, Asiatic Society of Bangladesh, Dhaka, Retrieved: 2011-05-03
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.