দ্বিতীয় সিকান্দার শাহ
দ্বিতীয় সিকান্দার শাহ ১৪৮১ সালে সংক্ষিপ্ত সময় বাংলার সুলতান ছিলেন।[1]
ইতিহাস
সুলতান শামসউদ্দিন ইউসুফ শাহের পুত্র সিকান্দার শাহ পিতার মৃত্যুর পর ক্ষমতালাভ করেন। তবে তিনি বেশিদিন ক্ষমতা ধরে রাখতে পারেননি। ইতিহাসবিদ গোলাম হোসেন ও নিজামউদ্দিন আহমাদের মতে তিনি এক বা দুইদিনের জন্য সুলতান ছিলেন। বাংলাপিডিয়া অনুযায়ী মানসিক ভারসাম্যহীনতার জন্য তাকে সরে দাঁড়াতে হয়।[1] তবে সুলতান হিসেবে তার সময়সীমা দুই মাস পর্যন্ত ছিল হতে পারে।
দ্বিতীয় সিকান্দার শাহ | ||
পূর্বসূরী শামসউদ্দিন ইউসুফ শাহ |
বাংলার সুলতান ১৪৮১ |
উত্তরসূরী জালালউদ্দিন ফাতেহ শাহ |
আরও দেখুন
তথ্যসূত্র
- ABM Shamsuddin Ahmed, Sikandar Shah II, Banglapedia: The National Encyclopedia of Bangladesh, Asiatic Society of Bangladesh, Dhaka, Retrieved: 2011-05-03
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.