দোলনচাঁপা এক্সপ্রেস
দোলনচাঁপা এক্সপ্রেস (ট্রেন নং ৭৬৭/৭৬৮) বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে দিনাজপুর পর্যন্ত চলাচল কারী একটি আন্তঃনগর ট্রেন। এটি উত্তরবঙ্গের জনপ্রিয় একটি আন্তঃনগর ট্রেন।
দোলনচাঁপা এক্সপ্রেস | |
---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |
পরিষেবা ধরন | আন্তঃনগর |
অবস্থা | পরিচালিত হচ্ছে |
প্রথম পরিষেবা | ১৬ মার্চ ১৯৮৬ |
বর্তমান পরিচালক | পশ্চিমাঞ্চল রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | সান্তাহার রেলওয়ে স্টেশন |
বিরতি | ১৫টি স্টেশনে |
শেষ | দিনাজপুর রেলওয়ে স্টেশন |
যাত্রার গড় সময় | ৬ ঘণ্টা ১০ মিনিট |
পরিষেবার হার | দৈনিক |
রেল নং | ৭৬৭/৭৬৮ |
যাত্রাপথের সেবা | |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | আছে |
খাদ্য সুবিধা | আছে |
বিনোদন সুবিধা | আছে |
ইতিহাস
সান্তাহার থেকে দিনাজপুর পর্যন্ত চলাচলকারী দোলনচাঁপা এক্সপ্রেস উদ্বোধন করা হয় ১৬ই মার্চ ১৯৮৬ খ্রিস্টাব্দে।
বিরতিস্থান
দোলনচাঁপা এক্সপ্রেস নিম্নলিখিত স্থানে যাত্রাবিরতি দেয়:
- তালোরা রেলওয়ে স্টেশন
- বগুড়া রেলওয়ে স্টেশন
- সোনাতলা রেলওয়ে স্টেশন
- মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন
- বোনারপাড়া রেলওয়ে স্টেশন
- গাইবান্ধা রেলওয়ে স্টেশন
- বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন
- কাউনিয়া রেলওয়ে স্টেশন
- রংপুর রেলওয়ে স্টেশন
- বদরগঞ্জ রেলওয়ে স্টেশন
- খোলাহাটি রেলওয়ে স্টেশন
- পার্বতীপুর রেলওয়ে স্টেশন
- চিরিরবন্দর রেলওয়ে স্টেশন
সময়সূচী
এটি সান্তাহার থেকে ছাড়ে দুপুর ১ টা ৩০ মিনিটে, দিনাজপুর পৌছায় রাত ৮ টা ২০ মিনিটে। দিনাজপুর থেকে ছাড়ে সকাল ৬ টা ১০ মিনিটে, সান্তাহার পৌছায় দুপুর ১২ টা ২০ মিনিটে।
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.