দৈনিক বাংলা
দৈনিক বাংলা হলো বাংলাদেশের একটি ঐতিহাসিক বাংলা ভাষার দৈনিক পত্রিকা। এ নামে বাংলাদশের ঢাকার শহরে একটি মোড় রয়েছে। ওবায়দুল হক দৈনিক বাংলা-বাংলাদেশ টাইমস ট্রাস্টি বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন এব পত্রিকাটি প্রকাশনার দায়িত্বে তিনি ছিলেন। [1]
![]() | |
ধরন | দৈনিক সংবাদপত্র |
---|---|
প্রতিষ্ঠাতা | ওবায়দুল হক (সাংবাদিক) |
প্রতিষ্ঠাকাল | ১৯৭১ সালে দৈনিক বাংরা নামকরণ |
ভাষা | বাংলা ভাষা |
ইতিহাস
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পরে দৈনিক পাকিস্তানের নাম পরিবর্তন করে দৈনিক বাংলায় রাখা হয়। [2] বাংলাদেশের স্বাধীনতার পর পত্রিকাটি পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি সহযোগীদের এবং যুদ্ধাপরাধের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। [3] প্রতিবেদনের সংবাদগুলি বাংলাদেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রমাণ হিসাবে ব্যবহৃত হয়েছিল। [4] ১৯৭২ সালে হাসান হাফিজুর রহমান দৈনিক বাংলার সম্পাদকীয় বোর্ডের সভাপতি নির্বাচিত হন। [5] ১৯৭৫ সালে। বাংলাদেশ সরকার ডেইলি ইত্তেফাক, দ্য বাংলাদেশ টাইমস, দ্য বাংলাদেশ অবজার্ভার এবং দৈনিক বাংলা ব্যতীত সমস্ত পত্রিকা বন্ধ করে দেয়; যা জাতীয়করণ করা হয়েছিল। [6] ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের অভ্যুত্থানের পরে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর পত্রিকাটি তত্কালীন রাষ্ট্রীয় মালিকানাধীন ছিল, তার সম্পর্কে রিপোর্ট করা বন্ধ করে দিয়েছিল এবং তার মৃত্যুর বার্ষিকীটি অন্তর্ভুক্ত করেনি। [7] ১৯৯৭ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় মালিকানাধীন অন্যান্য গণমাধ্যম দ্য বাংলাদেশ টাইমস এবং সপ্তাহিক বিচিত্রা সহ পত্রিকাটি বন্ধ করে দেয়। [8]
উত্তরাধিকার
ঢাকার শহরে দৈনিক বাংলা নামে একটি গুরুত্বপূর্ণ মোড় দৈনিক বাংলা পত্রিকার নামকরণের সাথে মিল রেখে করা হয়েছে। [9][10]

তথ্যসূত্র
- "Veteran journalist Obaidul Haque passes away"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ১৭ অক্টোবর ২০০৭। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৮।
- "Remembering Saleh Chowdhury: A journalist and freedom fighter"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ৭ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮।
- "Profile of Kamaruzzaman"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ১২ এপ্রিল ২০১৫।
- "War Crimes Tribunal lawyers collect records of 70s"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ৬ জানুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৮।
- "Hasan Hafizur Rahman: For the love of language"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ১৮ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮।
- Paxton, J. (২০১৬)। The Statesman's Year-Book 1976-77 (ইংরেজি ভাষায়)। Springer। পৃষ্ঠা 221। আইএসবিএন 9780230271050।
- "Bangabandhu: a forbidden name for 16yrs"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ১৬ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮।
- Chakrabarti, Kunal; Chakrabarti, Shubhra (২০১৩)। Historical Dictionary of the Bengalis (ইংরেজি ভাষায়)। Scarecrow Press। পৃষ্ঠা 337। আইএসবিএন 9780810880245। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮।
- "Police detain BNP activists from protest march for Khaleda"। bdnews24.com। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৮।
- "Hundreds of BNP men stage demo in Dhaka"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ৯ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৮।