দৈনিক অসম

দৈনিক অসম হচ্ছে আসামের একটি পুরনো অসমীয়া সংবাদপত্র । সংবাদপত্রটি প্ৰথম প্ৰকাশ হয় ১৯৬৫ সালের ৪ আগষ্টে। রাধাগোবিন্দ বরুয়ার একান্ত প্ৰচেষ্টার ফলে এই খবরের কাগজের জন্ম হয়। বর্তমানে গুয়াহাটি এবং ডিব্রুগড় থেকে সংবাদপত্রটি প্ৰকাশিত হয়।

দৈনিক অসম
ধরনদৈনিক সংবাদপত্র
ফরম্যাটবড় পৃষ্ঠা
মালিকদ্য আসাম ট্ৰিবিউন পাবলিশার্স
সম্পাদকরাধিকামোহন ভাগবতী
প্রতিষ্ঠাকাল২১ আগষ্ট, ১৯৬৫
ভাষাঅসমীয়া
সদরদপ্তরগুয়াহাটি
সহোদর সংবাদপত্রদ্য আসাম ট্রিবিউন
দাপ্তরিক ওয়েবসাইটdainik.assamtribune.com

দ্য আসাম ট্ৰিবিউন পাবলিশার্স হচ্ছে সংবাদপত্রটির প্ৰকাশক। মুদ্রিত সংবাদপত্রটির আকার ১৪ পৃষ্ঠা। পৃষ্ঠা অনুযায়ী সংবাদ বিভিন্ন প্ৰকারে শ্ৰেণীকরণ করা হয়। এই সংবাদপত্রের ইণ্টারনেট সংস্করণো রয়েছে।

আরো দেখুন

  • অসমের সংবাদপত্র এবং আলোচনীসমূহ

তথ্য সূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.