দৈনিক অসম
দৈনিক অসম হচ্ছে আসামের একটি পুরনো অসমীয়া সংবাদপত্র । সংবাদপত্রটি প্ৰথম প্ৰকাশ হয় ১৯৬৫ সালের ৪ আগষ্টে। রাধাগোবিন্দ বরুয়ার একান্ত প্ৰচেষ্টার ফলে এই খবরের কাগজের জন্ম হয়। বর্তমানে গুয়াহাটি এবং ডিব্রুগড় থেকে সংবাদপত্রটি প্ৰকাশিত হয়।
![]() | |
ধরন | দৈনিক সংবাদপত্র |
---|---|
ফরম্যাট | বড় পৃষ্ঠা |
মালিক | দ্য আসাম ট্ৰিবিউন পাবলিশার্স |
সম্পাদক | রাধিকামোহন ভাগবতী |
প্রতিষ্ঠাকাল | ২১ আগষ্ট, ১৯৬৫ |
ভাষা | অসমীয়া |
সদরদপ্তর | গুয়াহাটি |
সহোদর সংবাদপত্র | দ্য আসাম ট্রিবিউন |
দাপ্তরিক ওয়েবসাইট | dainik.assamtribune.com |
দ্য আসাম ট্ৰিবিউন পাবলিশার্স হচ্ছে সংবাদপত্রটির প্ৰকাশক। মুদ্রিত সংবাদপত্রটির আকার ১৪ পৃষ্ঠা। পৃষ্ঠা অনুযায়ী সংবাদ বিভিন্ন প্ৰকারে শ্ৰেণীকরণ করা হয়। এই সংবাদপত্রের ইণ্টারনেট সংস্করণো রয়েছে।
আরো দেখুন
- অসমের সংবাদপত্র এবং আলোচনীসমূহ
তথ্য সূত্র
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.