দেবপ্রিয় ভট্টাচার্য

দেবপ্রিয় ভট্টাচার্য (জন্ম: ১৯৫৬) বাংলাদেশের অর্থনীতিবিদ ও গণনীতি বিশ্লেষক। তিনি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির ডিস্টিংগুইস ফেলো ও প্রথম নির্বাহী পরিচালক। তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এ সিনিয়র রিসার্চ ফেলো হিসাবেও কাজ করেছেন। ২০০৭ সালে তিনি জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) এবং ইউএন কার্যালয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ছিলেন।[1]

দেবপ্রিয় ভট্টাচার্য
১৩ জানুয়ারি ২০১১ তারিখে দেবপ্রিয় ভট্টাচার্য
জন্ম১৯৫৬
কলকাতা নানা বাড়ি
পেশাঅর্থনীতিবিদ
পিতা-মাতাদেবেশ ভট্টাচার্য
চিত্রা ভট্টাচার্য

জন্ম ও শিক্ষাজীবন

দেবপ্রিয় ভট্টাচার্যের বাবা দেবেশ ভট্টাচার্য ছিলেন মানবাধিকার কর্মী, আইনজীবী ও বিচারপতি। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। দেবপ্রিয় ভট্টাচার্যের মা চিত্রা ভট্টাচার্য ১৯৯৯ থেকে ২০০১ পর্যন্ত বাংলাদেশ সরকারের সংসদ সদস্য ছিলেন। তিনি সেইন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয় এবং ঢাকা কলেজে লেখাপড়া করেন। মস্কোর প্লেখানভ রাশিয়ান ইউনিভার্সিটি অফ ইকোনমিক্সে অর্থনীতিতে এমএসসি এবং পিএইচডি অর্জন করেন তিনি।[2]

কর্মজীবন

দেবপ্রিয় ভট্টাচার্য গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) কেন্দ্রের নির্বাহী পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন।[3] ২০০৭ সালে তিনি জেনেভায় ডব্লিউটিও এবং ইউএন কার্যালয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নিযুক্ত হন।[4] যোগদানের এক বছর পর "নৈতিক ও নৈতিক ভিত্তি" উল্লেখ করে পদত্যাগ করেন।[3] তিনি দক্ষিণী ভয়েস (থিংক ট্যাঙ্ক নেটওয়ার্ক) এর চেয়ারম্যান [5]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "HLPF 2015 – Short Bios" (PDF)জাতিসংঘ। জুন ২৬, ২০১৫। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৭, ২০১৫
  2. "Debapriya made envoy to UN Geneva office"The Daily Star। UNB। সেপ্টেম্বর ২১, ২০০৭।
  3. "Debapriya resigns as permanent representative to UN office"The Daily Star। ডিসেম্বর ২৮, ২০০৮। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৭, ২০১৫
  4. "Debapriya calls on president"The Daily Star। অক্টোবর ২৯, ২০০৭। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৭, ২০১৫
  5. http://southernvoice.org/

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.