দীপু মনি

ডা. দীপু মনি (জন্ম: ৮ ডিসেম্বর, ১৯৬৫)[1] একজন বাংলাদেশী নারী রাজনীতিবিদ, বাংলাদেশ সরকারের বর্তমান শিক্ষামন্ত্রী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী। তিনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ও প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে পরিচিতি পান।

দীপু মনি
শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৬ জানুয়ারি, ২০১৯
রাষ্ট্রপতিআব্দুল হামিদ
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
পূর্বসূরীনুরুল ইসলাম নাহিদ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী
কাজের মেয়াদ
জানুয়ারি, ২০০৯  নভেম্বর ২০১৩
পূর্বসূরীইফতেখার আহমেদ চৌধুরী
উত্তরসূরীআবুল হাসান মাহমুদ আলী
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1965-12-08) ডিসেম্বর ৮, ১৯৬৫
চাঁদপুর, পূর্ব পাকিস্তান(বর্তমান বাংলাদেশ)
নাগরিকত্বপাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামীলীগ
দাম্পত্য সঙ্গীতৌফিক নেওয়াজ
সন্তানতওকীর রাশাদ নাওয়াজ (পুত্র)
তানি দীপাভলী (কন্যা)
পিতামাতাপিতা - এম এ ওয়াদুদ মাতা- রহিমা ওয়াদুদ
প্রাক্তন শিক্ষার্থীহলিক্রস কলেজ
ঢাকা মেডিকেল কলেজ
লন্ডন বিশ্ববিদ্যালয়
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়
ধর্মইসলাম

প্রাথমিক ও শিক্ষা জীবন

জন্ম

দীপু মনি বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রতিষ্ঠাতা সদস্য এবং ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও পূর্ব পাকিস্তান ছাত্র লীগের প্রথম কাউন্সিল-নির্বাচিত সাধারণ সম্পাদক এম.এ ওয়াদুদের কন্যা। তার মা শিক্ষিকা রহিমা ওয়াদুদ ছিলেন মানুষ গড়ার কারিগর। ১৯৬৫ সালের ৮ ডিসেম্বর চাঁদপুর সদর উপজেলার কামরাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন।[2]

শিক্ষা

দীপু মনি হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় হতে এলএলবি পড়েন। এমবিবিএস ডিগ্রি লাভের পর মার্কিন যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথ থেকে এমপিএইচ ডিগ্রি অর্জন করেন।[3] এছাড়া তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে মাস্টার্স ডিগ্রি[4] ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সমঝোতা ও দ্বন্দ্ব নিরসন এর ওপর একটি কোর্স সম্পন্ন করেন।

কর্মজীবন

ডা. দীপু মনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের একজন আইনজীবী। ২০০৮ সালে আওয়ামীলীগের জয়লাভের মধ্য দিয়ে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। একই সাথে শেখ হাসিনার মন্ত্রীসভার বাংলাদেশের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান। তিনি দশম সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। ২০১৬ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে তিনি পুনরায় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।[5] একাদশ সংসদে মনি শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান।[6] তিনি বাংলাদেশের প্রথম নারী শিক্ষা মন্ত্রী। তার নেতৃত্বে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়- প্রতিবেশী দেশসমূহের সাথে বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীণ সময়ে তিনি কমনওয়েলথ মিনিস্ট্রেরিয়াল অ্যাকশন গ্রুপ-এর প্রথম নারী এবং দক্ষিণ এশীয় চেয়ারপার্সন নির্বাচিত হন। এছাড়া তার নেতৃত্বে বাংলাদেশ সমুদ্র জয় করে। এতে করে বাংলাদেশ সরকার প্রতিবেশী দেশ মিয়ানমার এবং ভারতের সাথে প্রায় চার দশকের সমুদ্র সীমা সংক্রান্ত অমীমাংসিত বিষয়টি আন্তর্জাতিক আইনের আওতায় চূড়ান্ত ভাবে নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করে ।

ব্যক্তিগত জীবন

বাংলাদেশ সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট তৌফিক নাওয়াজ দীপু মনি'র স্বামী। তিনি আন্তর্জাতিক একটি ল’ফার্মের প্রধান। তিনি উপমহাদেশের দু’ হাজার বছরের ঐতিহ্য মন্ডিত ধ্রুপদী সঙ্গীতের উৎস হিসেবে পরিচিত ‘আলাপ’ এর একজন শিল্পী। তাদের রয়েছে দু’সন্তান। পুত্র তওকীর রাশাদ নাওয়াজ ও কন্যা তানি দীপাভলী নাওয়াজ। [7]

সমালোচনা

বিভিন্ন দেশে ঘনঘন সফর করার কারণে তিনি সংবাদ মাধ্যম দ্বারা সমালোচিত হয়েছেন। সাড়ে চার বছরে তিনি ১৮৭ বার বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন এবং ৬০০ দিন পার করেছেন। [8]

পুরস্কার ও সম্মাননা

তথ্যসূত্র

  1. User, Super। "Constituency 262_10th_Bn"বাংলাদেশ জাতীয় সংসদ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৬-১২-২৩
  2. "সেই শিক্ষিকার মেয়েই আজ দেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী"Bangladesh Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৭
  3. পাউডার, জ্যাকি। "Public Health Travels in South Asia - Departments - Johns Hopkins Public Health Magazine" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৬-০৪-১২
  4. "Dipu Moni"The Opinion Pages। সংগ্রহের তারিখ ২০১৬-০৪-১২
  5. দৈনিক কালের কন্ঠ
  6. "প্রধানমন্ত্রীর হাতে ৬ মন্ত্রণালয়"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৬
  7. "HC summons Dipu Moni's husband"The Daily Star। সংগ্রহের তারিখ ২০১৬-০৪-১২
  8. "Dipu Moni slammed over foreign trips - Click Ittefaq | Click Ittefaq"। ২৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬
  9. "এইউডাব্লিও এর নতুন সভাপতি ড. দিপু মনি"দ্যা ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২০১৬-০৪-১২

বহিঃসংযোগ

রাজনৈতিক দপ্তর
পূর্বসূরী
ইফতেখার আহমেদ চৌধুরী
পররাষ্ট্র মন্ত্রী
২০০৯–২০১৩
উত্তরসূরী
আবুল হাসান মাহমুদ আলী
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.