হলিক্রস কলেজ

হলিক্রস কলেজ একটি ক্যাথলিক উচ্চ মাধ্যমিক কলেজ। পবিত্র ক্রুশ সংঘের সন্ন্যাসিনীদের দ্বারা কলেজটি পরিচালিত হয়। এটি ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থিত। এখানে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য তিন বিভাগে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। কলেজটির বর্তমান প্রধান শিক্ষিকা পবিত্র ক্রুশ সংঘের সন্ন্যাসিনী শিখা গোমেজ।

হলিক্রস কলেজ
অবস্থান
তেজগাঁও
ঢাকা, ১২১৫
বাংলাদেশ
তথ্য
প্রতিষ্ঠাকাল১৯৫০
শ্রেণী১০-১৮
লিঙ্গবালিকা
শিক্ষার্থী সংখ্যা২০০০
ক্যাম্পাসের আকার০.৭৩৪৬১৮ একর (২,৯৭২.৮৯ মি)
ক্যাম্পাসের ধরনশহুরে
ডাকনামHCC
বোর্ডঢাকা শিক্ষা বোর্ড
ওয়েবসাইটhccbd.com

ইতিহাস

১৯৫০ সালে নভেম্বর মাসে মাত্র ৫ জন ছাত্রী নিয়ে হলিক্রস কলেজের যাত্রা শুরু। ১৯৬১ সালে এখানে বিজ্ঞান বিভাগ চালু হয় এবং সম্প্রতি বাণিজ্য বিভাগ চালু হয়েছে। ১৯৭০ সালের পরে এখানকার বি এ সেকশন বন্ধ হয়ে শুথু ইন্টার মিডিয়েট পর্যায়ের শিক্ষা চালু হয়। ১৯৭২ সালে কলেজটিকে সম্পূর্ণ বাংলা মাধ্যমে পরিণত করা হয়।

সহশিক্ষা কার্যক্রম

  • বিভিন্ন ক্লাব: বিতর্ক ক্লাব, বিজ্ঞান ক্লাব।
  • বছরে একবার আর্ট কম্পিটিশন আয়োজন করা হয়।
  • বার্ষিক ম্যাগাজিন: স্ক্রাইব, জ্যোতি
  • শিক্ষামূলক ছবি প্রদর্শনী, সেমিনার আয়োজন

আরো দেখুন

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.