দিল ভিল পিয়ার ভিয়ার
দিল ভিল পিয়ার ভিয়ার হচ্ছে ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি ভাষার চলচ্চিত্র যেটি আনন্দ মহাদেব পরিচালনা করেন এবং প্রযোজনা করেন ভারত শাহ। চলচ্চিত্রটিতে মাধবন, জিমি শেরগিল এবং সঞ্জয় সুরি অভিনয় করেন। এই চলচ্চিত্রটির গানগুলোর সবই রাহুল দেব বর্মণ এর পরিচালনা করা গান থেকে নেওয়া হয়েছে পুনর্নির্মিত করে। ২০০২ সালের ১৮ই অক্টোবর তারিখে চলচ্চিত্রটি মুক্তি পায়।[1]
দিল ভিল পিয়ার ভিয়ার | |
---|---|
পরিচালক | আনন্দ মহাদেব |
প্রযোজক | ভারত শাহ |
রচয়িতা |
|
চিত্রনাট্যকার | সুজিত সেন |
কাহিনীকার | বিবেক বস্বনি |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | রাহুল দেব বর্মণ, বাবলু চক্রবর্তী |
চিত্রগ্রাহক | রাজকুমার |
সম্পাদক | সঞ্জীব দত্ত |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
দিল ভিল পিয়ার ভিয়ার চলচ্চিত্রটি প্রয়াত সঙ্গীতকার রাহুল দেব বর্মণ এর প্রতি একটি শ্রদ্ধা প্রদর্শন হিসেবে তৈরি করা হয়েছিলো।[2][3] ২০০১ সালের শেষের দিকে মুম্বাইতে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়, তামিল চলচ্চিত্র অভিনেতা মাধবন ডিসেম্বর মাস থেকে কাজ শুরু করেন। নম্রতা শিরোদকরকে মাধবনের বিপরীতে নেওয়া হয়, নম্রতার চরিত্রটি আগে মহিমা চৌধুরীকে দেওয়ার কথা ভাবা হয়েছিলো।[4] এতে রিয়া সেন অতিথি চরিত্রে উপস্থিত হন।