জিমি শেরগিল
জসজিৎ সিং গিল (জন্ম, ৩ ডিসেম্বর, ১৯৭০), জিমি শেরগিল নামে পরিচিত একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা যিনি মূলত বলিউড ও পাঞ্জাবি চলচ্চিত্রে অভিনয় করেন।[1] ১৯৯৬ সালে খালিস্তান আন্দোলনের উপির ভিত্তি করে নির্মিত ম্যাচিস এ অভিনয়ের মাধ্যমে জিমির অভিনয় জীবন শুরু হয়।
জিমি শেরগিল ਜਿੰਮੀ ਸ਼ੇਰਗਿਲ | |
---|---|
জন্ম | জসজিৎ সিং গিল ৩ ডিসেম্বর ১৯৭০ |
জাতীয়তা | ভারতীয় |
শিক্ষা | পাঞ্জাবী বিশ্ববিদ্যালয়, পাটিয়ালা |
পেশা | অভিনেতা, প্রোযোজক |
কার্যকাল | ১৯৯৬-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | প্রিয়াংকা পুরি (বি. ২০০১) |
সন্তান | বীর |
ব্যক্তিজীবন
উত্তর প্রদেশের গোরখপুর জেলার সারদানগরের দেওখিয়া গ্রামের শিখ পরিবারে জন্মগ্রহণ করেন জিমি। তার ফুফু অমরিতা শেরগিল বিখ্যাত ভারতীয় চিত্রকর।[2] লক্ষ্ণৌর সেন্ট ফ্রান্সিস কলেজে কয়েকবছর পড়াশোনার পর তিনি পাঞ্জাবে চলে আসেন ১৯৮৫ সালে, যেখানে তার পূর্বপুরুষের বাস ছিলো। তিনি পাঞ্জাবী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।[3]
চাচাতো ভাইইয়ের উৎসাহে চলচ্চিত্রে শিল্পে ভাগ্য পরীক্ষা করে দেখতে তিনি মুম্বাই চলে আসেন। তারপর তিনি রোশন তেজার অভিনয় ক্লাসে যোগ দেন।[2]
অভিনয় জীবন
চলচ্চিত্র তালিকা
- টম, ডিক অ্যান্ড হ্যারি ২
(ঘোষিত হবে) - ঘুমকেতু
(ঘোষিত হবে) - লাগে রাহো মুন্না ভাই (২০০৬)
- মুন্না ভাই এম.বি.বি.এস. (২০০৩)
তথ্যসূত্র
বহিঃসংযোগ
- "Hindustan Times Chat With Jimmy Shergill"। Hindustan Times। ২১ নভেম্বর ২০০২। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০০২।
- Gupta, Priya (১২ জুন ২০১৪)। "Jimmy Sheirgill: No one in my family spoke to me for over a year when I became a cut Surd"। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৫।
- "Hindustan Times Celeb Chat With Jimmy"। Hindustan Times। ৩ আগস্ট ২০০৬। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০০৬।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.