থিওডোর ড্রাইজার

থিওডোর হারমান আলবার্ট ড্রাইজার (ইংরেজি: Theodore Herman Albert Dreiser; ২৭ আগস্ট ১৮৭১ - ২৮ ডিসেম্বর ১৯৪৫) ছিলেন একজন মার্কিন ঔপন্যাসিক ও সাংবাদিক। তার উল্লেখযোগ্য উপন্যাসসমূহ হল সিস্টার ক্যারি (১৯০০) ও অ্যান আমেরিকান ট্র্যাজেডি (১৯২৫)।

থিওডোর ড্রাইজার
১৯৩৩ সালে কার্ল ভ্যান ভেচটেনের আলোকচিত্রে থিওডোর ড্রাইজার
স্থানীয় নাম
Theodore Dreiser
জন্মথিওডোর হারমান আলবার্ট ড্রাইজার
(১৮৭১-০৮-২৭)২৭ আগস্ট ১৮৭১
টেরে হাউটে, ইন্ডিয়ানা, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যুডিসেম্বর ২৮, ১৯৪৫(1945-12-28) (বয়স ৭৪)
হলিউড, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
পেশালেখক, সাংবাদিক
দাম্পত্যসঙ্গীসারা অসবর্ন হোয়াইট
(বি. ১৮৯৮; বিচ্ছেদ. ১৯০৯)

হেলেন প্যাটগেস রিচার্ডসন
(বি. ১৯৪৪; মৃ. ১৯৪৫)

প্রারম্ভিক জীবন

ড্রাইজার ১৮৭১ সালের ২৭শে আগস্ট ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের টেরে হাউটে শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা জন পল ড্রাইজার ও মাতা সারা মারিয়া (প্রদত্ত নাম: শানাব)।[1] জন জার্মানির মায়েন থেকে আগত জার্মান অভিবাসী এবং সারা ওহাইওর ডেটনের নিকটবর্তী মেনোনিট ফার্মিং কমিউনিটির বাসিন্দা ছিলেন।

সাহিত্যকর্ম

কথাসাহিত্য
  • সিস্টার ক্যারি (Sister Carrie, ১৯০০)
  • জেনি গেরহার্ট (Jennie Gerhardt, ১৯১১)
  • দ্য ফিনান্সিয়ার (The Financier, ১৯১২)
  • দ্য টাইটান (The Titan, ১৯১৪)
  • দ্য জিনিয়াস (The "Genius", ১৯১৫)
  • ফ্রি অ্যান্ড আদার স্টোরিজ (Free and Other Stories, ১৯১৮)
  • অ্যান আমেরিকান ট্র্যাজেডি (An American Tragedy, ১৯২৫)
  • চেইন্স: লেসার নভেলস অ্যান্ড স্টোরিজ (Chains: Lesser Novels and Stories, ১৯২৭)
  • দ্য বুলওয়ার্ক (The Bulwark, ১৯৪৬)
  • দ্য স্টোইক (The Stoic, ১৯৪৭)
নাটক
  • প্লেস অব দ্য ন্যাচারাল অ্যান্ড সুপারন্যাচারাল (Plays of the Natural and Supernatural, ১৯১৬)
  • দ্য হ্যান্ড অব দ্য পটার (The Hand of the Potter, ১৯১৮; প্রথম মঞ্চস্থ হয় ১৯২১ সালে)
অকল্পিত সাহিত্য
  • আ ট্রাভেলার অ্যাট ফোর্টি (A Traveler at Forty, ১৯১৩)
  • আ হুসিয়ার হলিডে (A Hoosier Holiday, ১৯১৬)
  • টুয়েলভ মেন (Twelve Men, ১৯১৯; নিউ ইয়র্ক: বনি অ্যান্ড লিভরাইট)

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.