তাফসীর আল-তাবারি
তাফসীর আল-তাবারি যার প্রকৃত নাম জামিউল বয়ান আন তাবিলি আয়িল কুরআন (আরবি: جامع البيان عن تأويل آي القرآن), তাফসীর আল-তাবারি (আরবি: تفسير الطبري) নামেই অধিক পরিচিত, হল ফারসি ইসলামী চিন্তাবিদ ও লেখক মুহাম্মদ ইবনে জারির আল -তাবারির লেখা একটি সুন্নি তাফসীর গ্রন্থ।[1] মূল তাফসীরটি আরবি ভাষায় রচিত হলেও পরবর্তীতে ইংরেজি বাংলা সহ অনেক ভাষায় অনুদিত হয়। প্রাচীন তাফসীরগুলোর মধ্যে তাফসীর আল-তাবারি অন্যতম।
লেখক | মুহাম্মদ ইবনে জারির আল -তাবারী |
---|---|
মূল শিরোনাম | جامع البيان عن تأويل آي القرآن |
ভাষা | আরবি |
ধরন | ধর্মীয় বই, তাফসীর |
তাফসীরটি সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া বলেন, "আত তাবারির তাফসীর গ্রন্থখানি বিশেষ মর্যাদার অধিকারী, সত্যিই এটি একটি অতুলনীয় তাফসীর গ্রন্থ" (প্রাগুক্ত)। তাফসীরটি রচনায় হাদিসের প্রভাব উল্লেখযোগ্য। ইসলামিক স্কলার এবং ছাত্রদের কাছে এই তাফসীরটি খুব গুরুত্বপূর্ণ।
তথ্যসূত্র
- İsmail Cerrahoğlu (1993) Diyanet İslam Ansiklopedisi, "CÂMİU’l-BEYÂN an TE’VÎLİ ÂYİ’l-KUR’ÂN" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ আগস্ট ২০১৬ তারিখে (তুর্কি ভাষায়)
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.