তাজ মালিক
তাজ মালিক (পশতু: تاج ملک; জন্ম: ১ জানুয়ারি, ১৯৭৫) নানগারহর প্রদেশে জন্মগ্রহণকারী প্রথিতযশা ও সাবেক আফগান আন্তর্জাতিক ক্রিকেটার। আফগানিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন তিনি।
ব্যক্তিগত তথ্য | |
---|---|
জন্ম | নানগারহর, আফগানিস্তান | ১ জানুয়ারি ১৯৭৫
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি |
বোলিংয়ের ধরন | ডানহাতি লেগ-ব্রেক |
ভূমিকা | ব্যাটসম্যান |
উৎস: ক্রিকইনফো, ১২ সেপ্টেম্বর ২০১৮ |
কর্মজীবন
আফগান ক্রিকেটে অন্যতম প্রভাববিস্তারকারী ব্যক্তিত্ব হিসেবে তাকে গণ্য করা হয়ে থাকে।[1] এছাড়াও, জাতীয় দলের প্রথম কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।[2] আফগানিস্তান জাতীয় ক্রিকেট একাডেমির সভাপতি হিসেবে ঘরোয়া প্রতিযোগিতাসমূহে নেতৃত্ব দেন ও আফগানিস্তান ক্রিকেট ফেডারেশনের সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি।[3]
২০১০ সালে আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের বাছাইপর্ব নিয়ে ‘আউট অব দি অ্যাশেজ’ শিরোনামীয় প্রামাণ্যচিত্রে তাকে উপস্থাপন করা হয়েছিল।
তথ্যসূত্র
- Berry, Scyld (২২ মার্চ ২০১২)। "Afghanistan cricketers on the fast-track to Test status after World Twenty20 success in Dubai"। Telegraph Cricket। The Daily Telegraph। সংগ্রহের তারিখ এপ্রিল ৬, ২০১২।
- Knott, Leslie (এপ্রিল ৮, ২০০৯)। "Fifteen months across the world with Afghanistan"। Cricinfo। ESPN। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১২।
- "Afghanistan Cricket Federation Annual General Meeting"। CricInfo। ESPN। জুন ২৯, ২০০৩। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১২।
বহিঃসংযোগ
- ইএসপিএনক্রিকইনফোতে তাজ মালিক
(ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে তাজ মালিক
(সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)