ড্যানিয়েল কার্লটন গ্যাজডুসেক

ড্যানিয়েল কার্লটন গ্যাজডুসেক হাঙ্গেরিয়ান-স্লোভাক-মার্কিন চিকিৎসক। তিনি ১৯৭৬ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

ড্যানিয়েল কার্ল্টন গ্যাজডুসেক
Gajdusek in 1997
জন্ম(১৯২৩-০৯-০৯)৯ সেপ্টেম্বর ১৯২৩
Yonkers, নিউ ইয়র্ক
মৃত্যু১২ ডিসেম্বর ২০০৮(2008-12-12) (বয়স ৮৫)
Tromsø, নরওয়ে
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র
কর্মক্ষেত্রচিকিৎসাবিজ্ঞান
প্রাক্তন ছাত্ররোচেস্টার বিশ্ববিদ্যালয়
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণপ্রিয়ন
উল্লেখযোগ্য
পুরস্কার
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৭৬)

জীবনী

গ্যাজডুসেক ১৯৪৩ সালে রোচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হন। তিনি সেখানে পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন ও গণিত নিয়ে পড়াশোনা করেন। তিনি ১৯৪৬ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভ করেন। তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি ও হার্ভার্ডে ডক্টরেটোত্তর গবেষণা সম্পন্ন করেন।

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.