ট্রুজেট
ট্রুজেট হল হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ভিত্তিক একটি ভারতীয় আঞ্চলিক বিমান সংস্থা। বিমান সংস্থাটি প্রথম বাণিজ্যিক উড়ান ১২ জুলাই ২০১৫ সালে চালু করেছিল। [3]
| |||||||
প্রতিষ্ঠাকাল | ১৪ মার্চ ২০১৩ | ||||||
---|---|---|---|---|---|---|---|
কার্যক্রম শুরু | ১২ জুলাই ২০১৫ | ||||||
হাবসমূহ | রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (হায়দ্রাবাদ) | ||||||
বহরে বিমানের সংখ্যা | ৫ | ||||||
কোম্পানির স্লোগান | ট্রুলি ফ্রেন্ডলি | ||||||
প্রধান কার্যালয় | হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, ভারত | ||||||
ওয়েবসাইট | www.trujet.com |
ইতিহাস
২১ জুলাই ২০১৪ সালের আগে পর্যন্ত বিমান সংস্থাটি বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় থেকে কোনও অনাপত্তিপত্র পায় নি। [4] ফেব্রুয়ারি ২০১৫ সালে এটি ট্রুজেট নামে পরিচিত। [5][6] ট্রুজেট এটিআর ৭২ উড়োজাহাজ ব্যবহার করে দ্বিতীয় শ্রেণীর শহরের (টি ২) মধ্যে সংযোগ স্থাপনের জন্য কম খরচের বিমান সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। [7] এটি মধ্যবিত্ত যাত্রী এবং তীর্থযাত্রীদের নিয়ে উড়ান পরিচালনা করে। [3] ট্রুজেট ৭ জুলাই ২০১৫ তারিখে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের মহাপরিচালক থেকে উড়ান পরিচালনার শংসাপত্র পায়। [8] ১২ জুলাই ২০১৫ সালে বিমান সংস্থাটি তার ঘাঁটি বা হাব হায়দ্রাবাদের বিমানবন্দর থেকে তিরুপতি পর্যন্ত প্রথম যাত্রা শুরু করে। [9]
গন্তব্য
নভেম্বর ২০১৭ সাল অনুযায়ী ট্রুজেট নিম্নলিখিত গন্তব্যস্থলে উড়ান পরিচালনা করে: [10]
রাজ্য | গন্তব্য | বিমানবন্দর | নোট |
---|---|---|---|
অন্ধ্রপ্রদেশ | কাডাপা | কাডাপা বিমানবন্দর | |
রাজামুন্দ্রি | রাজমন্দ্রয় বিমানবন্দর | ||
তিরুপতি | তিরুপতি বিমানবন্দর | ||
বিজয়ওয়াড়া | বিজয়ওয়াড়া বিমানবন্দর | ||
গোয়া | পানাজি | গোয়া আন্তর্জাতিক বিমানবন্দর | |
কর্ণাটক | মহীশূর | মহীশূর বিমানবন্দর | |
বেল্লারী | জিন্দাল বিজয়নগর বিমানবন্দর | ||
মহারাষ্ট্র | ঔরঙ্গাবাদ | ঔরঙ্গাবাদ বিমানবন্দর | |
মুম্বই | ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর | ||
নান্দেদ | নান্দেদ বিমানবন্দর | ||
তামিলনাড়ু | চেন্নাই | চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর | ঘাঁটি |
সালেম | সালেম বিমানবন্দর | ||
তেলেঙ্গানা | হায়দ্রাবাদ | রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর | ঘাঁটি |
বিমান

ট্রুজেট বিমান সংস্থার বিমান বহর এপ্রিল ২০১৮ পর্মন্ত:[7][10]
বিমান | সেবায় নিয়োজিত | ক্রয়ের জন্য আবেদন করা হয়েছে | যাত্রী সংখ্যা | মন্তব্য |
---|---|---|---|---|
এটিআর ৭২-৫০০ | ৩ | - | ৭২ | |
এটিআর ৭২-৬০০ | ২ | ২ | ৭০ | [11] |
মোট | ৫ | ২ |
তথ্যসূত্র
- "TruJet"। ch-aviation। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৭।
- "JO 7340.2G Contractions" (PDF)। Federal Aviation Administration। ৫ জানুয়ারি ২০১৭। পৃষ্ঠা 3–1–101। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৭।
- Reddy, U. Sudhakar (১৪ ফেব্রুয়ারি ২০১৫)। "Ram Charan's airlines to start services from April"। Deccan Chronicle। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৬।
- Krishnamoorthy, Suresh (২২ জুলাই ২০১৪)। "Ramcharan Tej forays into airline biz"। The Hindu। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৬।
- "India's Turbo Megha Airways to become TruJet on launch"। ch-aviation। ২৩ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৬।
- Kesireddy, Raji (১৯ ফেব্রুয়ারি ২০১৫)। "Turbo Megha Airways may start regional airline TruJet in 2 months, post final approval"। The Economic Times। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৬।
- T. E., Narasimhan (২৯ জুলাই ২০১৫)। "Trujet builds a budget brand"। Business Standard। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৬।
- "With DGCA nod, Trujet becomes the latest to enter domestic skies"। The Indian Express। ৮ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৬।
- "India's TruJet commences operations"। ch-aviation। ১৪ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৬।
- "Global Airline Guide 2017 (Part One)"। Airliner World (October 2017): 16।
- "Trujet introduces its first brand new ATR 72-600" (সংবাদ বিজ্ঞপ্তি)। ATR। ২৩ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৬।