ট্রায়াঙ্গুলাম ছায়াপথ

ট্রায়ান্গুলাম ছায়াপথ ধ্রুবমাতা মণ্ডলের অন্তর্গত একটি কুণ্ডলিত ছায়াপথ। এর অপর নাম মেসিয়ার ৩৩ বা এম৩৩ বা এনজিসি ৫৯৮। এটি পৃথিবী থেকে আনুমানিক ৩ মিলিয়ন আলোক বর্ষ দূরে অবস্থিত। ট্রায়ান্গুলাম ছায়াপথ হল স্থানীয় বড় ছায়াপথ সমুহের মধ্যে ৩য় তম ছায়াপথ যার প্রতিবেশী হিসেবে আমাদের আকাশগঙ্গা, অ্যান্ড্রোমিডা সহ আরো ৪৪টি ছোট ছায়াপথ রয়েছে। এটি অন্যতম একটি ছায়াপথ যা আমরা খালি চোখে দেখতে পাই।

ট্রায়াঙ্গুলাম ছায়াপথ
ট্রায়াঙ্গুলাম ছায়াপথ – Messier 33
পর্যবেক্ষণ তারিখ (J2000 এপাক)
উচ্চারণ/trˈæŋɡ[অসমর্থিত ইনপুট: 'jʉ']ləm/
তারামণ্ডলট্রায়াঙ্গুলাম
বিষুবাংশ০১ ৩৩মি ৫০.০২সে[1]
বিষুবলম্ব+৩০° ৩৯ ৩৬.৭[1]
লোহিত সরণ-০.০০০৬০৭ ± ০.০০০০১০[1]
হেলিও রশ্মিসংক্রান্ত বেগ-১৭৯ ± ৩ km/s[2]
Galactocentric বেগ-৪৪ ± ৬ km/s[2]
দূরত্ব২,৩৮০ থেকে ৩,০৭০ kly (৭৩০ থেকে ৯৪০ kpc)[3][4]
ধরণSA(s)cd[2]
ভর৫ × ১০10[5] M
তারার সংখ্যা৪০ বিলিয়ন (৪×১০১০)[6]
আপাত মাত্রাসমূহ (V)৭০.৮ × ৪১.৭ আর্কমিনিট[1]
আপাত মান (V)৫.৭২[1]
অন্যান্য সংজ্ঞা
এনজিসি ০৫৯৮, এমসিজি +০৫-০৪-০৬৯, ১ইএস ০১৩১+৩০৩, আরএক্স জে০১৩৩.8+৩০৩৯, পিজিসি ০০৫৮১৮[2]

তথ্যসূত্র

  1. "M 33 – Galaxy"SIMBAD। Centre de Données astronomiques de Strasbourg। সংগ্রহের তারিখ ২০০৯-১১-২৮
  2. "Results for NGC 598"NASA/IPAC Extragalactic Database। NASA/IPAC/JPL। সংগ্রহের তারিখ ২০০৬-১২-০১
  3. Bortle, John E. (ফেব্রুয়ারি ২০০১)। "The Bortle Dark-Sky Scale"। সংগ্রহের তারিখ ২০১০-০১-০৭
  4. Skiff, Brian (জানুয়ারি ১০, ১৯৯৭)। "Messier 81 naked-eye"sci.astro.amateur। সংগ্রহের তারিখ ২০১০-০২-১১
  5. Wilson, Barbara; Mitchell, Larry। "The Revised AINTNO 100"। Astronomy-Mall। সংগ্রহের তারিখ ২০১০-০২-১১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.