টমাস হ্যারিয়ট

টমাস হ্যারিয়ট (ইংরেজি: Thomas Harriot বা Harriott বা Hariot বা Heriot) (অক্সফোর্ড, আনু. ১৫৬০ – লন্ডন, ২ জুলাই, ১৬২১) — ছিলেন একজন ইংরেজ জ্যোতির্বিদ, গণিতবিদ, নৃতত্ত্ববিদ এবং অনুবাদক। গ্যালিলিওর আগে তিনি টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে মহাকাশ পর্যবেক্ষণের কাজে হাত দেন।[1]

টমাস হ্যারিয়ট
Thomas Harriot
Portrait of Thomas Harriot (1602), which hangs in Trinity College, Oxford
জন্মc. 1560
Oxford, England
মৃত্যু2 July ১৬২১ (বয়স ৬০৬১)
লন্ডন, ইংল্যান্ড
নাগরিকত্বইংরেজ
কর্মক্ষেত্রজ্যোতির্বিদ্যা, গণিত, নৃতত্ত্ব
প্রাক্তন ছাত্রSt Mary Hall, Oxford
পরিচিতির কারণ
  • Introducing symbols for "is less than" [<] and "is greater than" [>].
  • Translation of the Carolina Algonquian language into English

১৫৮০ সালে অক্সফোর্ড থেকে স্নাতক ডিগ্রী অর্জন করার পর, হ্যারিয়ট প্রথম গণিত গৃহশিক্ষক হিসেবে স্যার ওয়াল্টার রালে তাকে নিয়োগ দেন। তিনি তখন জ্যোতির্বিজ্ঞান / জ্যোতিষশাস্ত্রে ন্যাভিগেশানাল দক্ষতা প্রদান করে তার জ্ঞান ব্যবহার করছেন। রালের জাহাজ ডিজাইন সাহায্য করছেন এবং তার একাউন্টেন্ট হিসেবে নিয়জিত ছিলেন রালের সঙ্গে তার অভিযানের আগে, হ্যারিয়ট নেভিগেশন বিষয়ে একটি গ্রন্থ লিখেছিলেন।[2]

তথ্যসূত্র

  1. ধীমান দাশগুপ্ত, বিজ্ঞানী চরিতাভিধান, দ্বিতীয় খণ্ড, বাণীশিল্প, কলকাতা; প্রথম প্রকাশঃ এপ্রিল ১৯৯৭; পৃষ্ঠা-২৪৯
  2. Jehlen, Myra & Michael Warner (1997) The English Literatures of America, 1500-1800, Routledge (UK) p.64, আইএসবিএন ০-৪১৫-৯১৯০৩-৭.

উৎসসমূহ

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.