জেফ্রি চসার

জেফ্রি চসার (ইংরেজি: Geoffrey Chaucer) (আনু. ১৩৪৩ – ২৫শে অক্টোবর ১৪০০]) একজন ইংরেজ লেখক, কবি, দার্শনিক, আমলা, রাজউপদেষ্টা ও কূটনীতিক ছিলেন। তিনি অনেক গ্রন্থ লিখেছেন। তবে অসমাপ্ত বর্ণনামূলক গল্পসমগ্র দ্য ক্যান্টারবেরি টেল্‌স-এর জন্যই তিনি সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে আছেন। চসারকে কেউ কেউ "ইংরেজি সাহিত্যের জনক" বলে অভিহিত করেছেন। তিনিই প্রথম ইংরেজ লেখক যিনি সমসাময়িক মর্যাদাসম্পন্ন ফরাসি বা লাতিন ভাষায় নয়, বরং ইংল্যান্ডের লোকমুখের কথ্য মধ্য ইংরেজি ভাষায় শিল্পগুণসম্পন্ন সাহিত্য রচনা করেন। তিনি ওয়েস্টমিন্‌স্টার অ্যাবিতে সমাহিত প্রথম লেখক।[1]

জেফ্রি চসার
Chaucer: Illustration from Cassell's History of England, circa 1902.
স্থানীয় নাম
Geoffrey Chaucer
জন্মআনু. ১৩৪৩
লন্ডন, ইংল্যান্ড
মৃত্যুঅক্টোবর ২৫, ১৪০০(১৪০০-১০-২৫) (আনু. ৫৭ বছর বয়সে)
লন্ডন, ইংল্যান্ড
সমাধিস্থলওয়েস্টমিন্‌স্টার অ্যাবি
পেশালেখক, কবি, দার্শনিক, আমলা, কূটনীতিক
ভাষামধ্য ইংরেজি
দাম্পত্যসঙ্গীফিলিপা রোয়েট (বি. ১৩৬৬)
সন্তান
  • এলিজাবেথ চসার
  • টমাস চসার

তথ্যসূত্র

  1. রবার্ট ডিমারিয়া জুনিয়র, হিসক চ্যাং, সামান্থা জ্যাচার, সম্পাদনা, A Companion to British Literature, Volume 2: Early Modern Literature, 1450–1660, জন উইলি অ্যান্ড সন্স, ২০১৩, পৃ. ৪১।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.