জুলিয়ান বার্নস

জুলিয়ান প্যাট্রিক বার্নস (ইংরেজি: Julian Patrick Barnes) (জন্ম: ১৯শে জানুয়ারি, ১৯৪৬ সালে) বিংশ শতাব্দীর শেষপাদে আবির্ভূত একজন ব্রিট্রিশ ঔপন্যাসিক যিনি ২০১১ সালে বুকার পুরস্কার লাভ করেন।[1] দ্য সেন্স অব অ্যান এন্ডিং (The Sense of an Ending) শিরোনামীয় উপন্যাসের জন্য তাকে এ পুরস্কার প্রদান করা হয়।[2] এর আগেও তিনি তিন-তিনবার এ পুরস্কারের জন্য বিবেচতি হয়েছিলেন।

জুলিয়ান প্যাট্রিক বার্নস
জন্ম (1946-01-19) ১৯ জানুয়ারি ১৯৪৬
লেস্টার, ইংল্যান্ড
ছদ্মনামডান কাভানাজ (অপরাধ কথাসাহিত্য), এডওয়ার্ড পেজ
পেশাঔপন্যাসিক
জাতীয়তাইংরেজ
ধরনকাল্পনিক গদ্য
ওয়েবসাইট
http://www.julianbarnes.com

তথ্যসূত্র

বহিঃসংযোগ

পুরস্কার
পূর্বসূরী
হাওয়ার্ড জ্যাকবসন
ম্যান বুকার পুরস্কার‎ বিজয়ী
২০১১
উত্তরসূরী
হিলারি ম্যান্টেল
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.