জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট
জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইন্সটিটিউট বা নিটার (NITER= National Institute of Textile Engineering and Research) সাভার উপজেলার আশুলিয়া থানার নয়ারহাটে অবস্থিত একটি শিক্ষামূলক, গবেষণা ও প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান। ১৯৭৯ এর জানুয়ারি মাসে বাংলাদেশ সরকার কর্তৃক এই প্রশিক্ষণ ও গবেষণামূলক প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়। ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানটিতে আলাদা দুটি আবাসিক হলের ব্যবস্থা রয়েছে। এর ক্যাম্পাসের আয়তন বর্তমানে ১৭.৭ একর।[1]
জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইন্সটিটিউট (নিটার) | |
![]() | |
অন্যান্য নাম | নিটার |
---|---|
প্রাক্তন নাম | টেক্সটাইল শিল্প বিকাশ কেন্দ্র (টিআইডিসি), |
ধরন | আধা সরকারি |
স্থাপিত | ১৯৭৯ | টিআইডিসি এবং ২০০৯ সালে নিটার এ রূপান্তরিত করা হয়
প্রতিষ্ঠাতা | বাংলাদেশ সরকার |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | ঢাকা বিশ্ববিদ্যালয় |
অধ্যক্ষ | ডা. মো: মিজানুর রহমান |
ডিন | মো. হাসানুজ্জামান |
শিক্ষায়তনিক কর্মকর্তা | ৯০ |
শিক্ষার্থী | ১৩০০ |
স্নাতক | ১৩০০ |
ঠিকানা | কোহিনূর গেট, নয়ারহাট , , ঢাকা District , ১৩৫০ , বাংলাদেশ h ২৩.৯১৫৭° উত্তর ৯০.২৩৫৬° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে ১৭.৭ একর (৭.২ হেক্টর) |
ভাষা | ইংরেজি ও বাংলা |
ওয়েবসাইট | www |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.