ছাত্র-শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়
ছাত্র-শিক্ষক কেন্দ্র (সংক্ষেপে টিএসসি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও কার্যকলাপ কেন্দ্র। এটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপত্য ইমারত। এটির অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা, শাহবাগ, ঢাকা, বাংলাদেশে।[1] শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীদের মধ্যে একাডেমিক শিক্ষা ও জ্ঞানের পাশাপাশি অন্যান্য জ্ঞান, সুকুমারবৃত্তির চর্চার প্রয়োজনে ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রতিষ্ঠা লাভ করে। এটি দেশের সংস্কৃতি পৃষ্ঠপোষকতা, সমাজের অন্যান্য সম্প্রদায়ের জন্য পরিষেবা রুপে আবির্ভূত হয়েছে।
ছাত্র-শিক্ষক কেন্দ্র | |
---|---|
![]() ছাত্র-শিক্ষক কেন্দ্র | |
বিকল্প নাম | টিএসসি |
সাধারণ তথ্য | |
ধরন | বিনোদনমূলক কেন্দ্র |
স্থাপত্য রীতি | আধুনিক |
অবস্থান | ![]() |
সম্পূর্ণ | ১৯৬১ |
নকশা এবং নির্মান | |
স্থপতি | কন্সটান্টিন ডক্সিয়াডেস |
ইতিহাস
স্থাপত্য তাত্পর্য
কার্যকলাপ
"ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি", "ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি", "ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ", "ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ"' মাইম একশন" "ফটোগ্রাফিক সোসাইটি","জয়োধ্বনি", "প্রভাতফেরী", "ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি", " স্লোগান-৭১", "সাইন্স সোসাইটি", "আবৃত্তি সংসদ" প্রভৃতি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের কেন্দ্র টিএসসি।
বর্তমান অবস্থা
তথ্যসূত্র
- Miah, Sajahan (২০১২)। "University of Dhaka"। Islam, Sirajul; Jamal, Ahmed A.। Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second সংস্করণ)। Asiatic Society of Bangladesh।