ছাত্র-শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়

ছাত্র-শিক্ষক কেন্দ্র (সংক্ষেপে টিএসসি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও কার্যকলাপ কেন্দ্র। এটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপত্য ইমারত। এটির অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা, শাহবাগ, ঢাকা, বাংলাদেশে।[1] শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীদের মধ্যে একাডেমিক শিক্ষা ও জ্ঞানের পাশাপাশি অন্যান্য জ্ঞান, সুকুমারবৃত্তির চর্চার প্রয়োজনে ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রতিষ্ঠা লাভ করে। এটি দেশের সংস্কৃতি পৃষ্ঠপোষকতা, সমাজের অন্যান্য সম্প্রদায়ের জন্য পরিষেবা রুপে আবির্ভূত হয়েছে।

ছাত্র-শিক্ষক কেন্দ্র
ছাত্র-শিক্ষক কেন্দ্র
বিকল্প নামটিএসসি
সাধারণ তথ্য
ধরনবিনোদনমূলক কেন্দ্র
স্থাপত্য রীতিআধুনিক
অবস্থান ঢাকা, বাংলাদেশ
সম্পূর্ণ১৯৬১
নকশা এবং নির্মান
স্থপতিকন্সটান্টিন ডক্সিয়াডেস

ইতিহাস

স্থাপত্য তাত্পর্য

কার্যকলাপ

"ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি", "ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি", "ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ", "ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ"' মাইম একশন" "ফটোগ্রাফিক সোসাইটি","জয়োধ্বনি", "প্রভাতফেরী", "ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি", " স্লোগান-৭১", "সাইন্স সোসাইটি", "আবৃত্তি সংসদ" প্রভৃতি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের কেন্দ্র টিএসসি।

বর্তমান অবস্থা

তথ্যসূত্র

  1. Miah, Sajahan (২০১২)। "University of Dhaka"Islam, Sirajul; Jamal, Ahmed A.। Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second সংস্করণ)। Asiatic Society of Bangladesh

বর্তমান অবস্থা

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.