চিজ

চিজ এক ধরনের খাবার যাতে রয়েছে প্রোটিন এবং দুধের চর্বি, সাধারণত গরু, মহিষ, ছাগলভেড়ার দুধ থেকে এটি তৈরি করা হয়। এটি দুধের প্রধান প্রোটিন কেসিন থেকে তঞ্চন বা জমাট বাঁধার মাধ্যমে তৈরি করা হয়। দুধে এনজাইম (রেনেট) যোগ করার ফলে দুধে জটবন্ধন হয়ে ছানায় পরিণত হয়। ছানাগুলোকে আলাদা করে ছেঁকে নিয়ে একত্রে করে চূড়ান্ত চিজের রূপ দেওয়া হয়। যদিও অনেক চিজের ভিতরে অথবা পুরো চিজেই মন্ড (নরম) থাকে। বিভিন্ন ধরনের চিজ দেখা যায় এবং তা শতাধিক প্রকারের হতে পারে। এদের বিভিন্ন রকমের নকশা, রঙ, স্বাদ, গন্ধ রয়েছে যা নির্ভর করে দুধের উৎস অর্থাৎ যে প্রাণীর দুধ তার খাদ্যাভাসের উপরেও নির্ভর করে। অনেক সময় অপাস্তুরিত বা পাস্তুরিত করা, চর্বির পরিমাণ, নির্দিষ্ট কোন ব্যক্টেরিয়া, কতক্ষণ যাবৎ তা প্রক্রিয়া করা হয়েছে এগুলোর উপরও চিজের ধরন নির্ভর করে। অনেকে ঘ্রাণের জন্য এতে পুদিনা পাতা বা অন্যান্য পাতা, মসলা এবং কাঠের ধোঁয়া দিয়ে থাকে।

একটি থালায় বিভিন্ন ধরনের চিজ।
বাজারে গৌদা চিজের গোল্ডেন হুইল

টীকা এবং তথ্যসূত্র

টীকা
    তথ্যসূত্র
    • Ensrud, Barbara (১৯৮১)। The Pocket Guide to Cheese। Sydney: Lansdowne Press। আইএসবিএন 0-7018-1483-7। অজানা প্যারামিটার |1= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
    • Jenkins, Steven (১৯৯৬)। Cheese Primer। Workman Publishing Company। আইএসবিএন 0-89480-762-5।
    • McGee, Harold (২০০৪)। "Cheese"। On Food and Cooking (Revised সংস্করণ)। Scribner। পৃষ্ঠা pp. 51–63। আইএসবিএন 0-684-80001-2।
    • Mellgren, James (২০০৩)। "2003 Specialty Cheese Manual, Part II: Knowing the Family of Cheese"। ২০০৩-০৬-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৫-১০-১২

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.