চাঁদপাড়া বানী বিদ্যা বিথী
চাঁদপাড়া বানী বিদ্যা বিথী হল চাঁদপাড়ার একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এটি পশ্চিমবঙ্গের বনগাঁ মহকুমার চাঁদপাড়ায় অবস্থিত। বিদ্যালয়টিতে ১১০০+ জন ছাত্র-ছাত্রী পঠন-পাঠনে যুক্ত রয়েছে। বিদ্যালয়টি ১৯৫০ সালে স্থাপিত হয়। বিদ্যালয়টিতে ১০+২ শ্রেণী পর্যন্ত পাঠ দান করা হয়। একদা অঞ্চলের মধ্যে বিদ্যালয়টি সবচেয়ে প্রাচীন ও অগ্রগন্য শিক্ষা প্রতিষ্ঠান।[1]
চাঁদপাড়া বানী বিদ্যা বিথী | |
---|---|
![]() | |
অবস্থান | |
চাঁদপাড়া, পশ্চিমবঙ্গ | |
তথ্য | |
ধরন | কো-এডুকেশনাল |
প্রতিষ্ঠাকাল | ১৯৫০ |
অনুষদ | ৩০+ |
শিক্ষার্থী সংখ্যা | ১১০০+ |
ক্যাম্পাস | গ্রামঞ্চলিয় |
অন্তর্ভুক্তি |
|
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.