চকোরী
চকোরী (উর্দু: چکوری) পাকিস্তানি উর্দু চলচ্চিত্র। ছবিটি ২৩ মার্চ, ১৯৬৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ঢাকায় ঈদুল আযহা উপলক্ষে মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেন ক্যাপ্টেন এহতেশাম। [1] এই ছবিতে নাদিম বেগ এবং শাবানা অভিনয় শুরু করেন। চলচ্চিত্রটি টানা ৮১ সপ্তাহ ধরে চলে এবং হিরক জয়ন্তী চলচ্চিত্রে পরিনত হয়।
চকোরী | |
---|---|
![]() চকোরি ছবিতে নাদিম বেগ এবং শাবানা | |
পরিচালক | ক্যাপ্টেন এহতেশাম |
প্রযোজক | ফজল দোসসানি এনং মুস্তাফিজ |
চিত্রনাট্যকার | জয়নাল আবেদীন |
শ্রেষ্ঠাংশে | নাদিম বেগ শাবানা মির্জা শাহি |
সুরকার | রবিন ঘোষ |
মুক্তি | ২৩ মার্চ, ১৯৬৭ |
দেশ | পূর্ব পাকিস্তান |
ভাষা | উর্দু |
সঙ্গীত
রবিন ঘোষ সেরা সঙ্গীত পরিচালক হিসাবে নিগার পুরস্কার পান।
গান

- কাভি তো তুমকো ইয়াদ আয়েঙ্গে - আহমেদ রুশদী
- কাহাহ হো রুম কো - নাদিম বেগ ও ফেরদৌসী রহমান
- ওহ মেরে সামনে - মুজীব আলম
- ওহ মেরে সামনে - ফেরদৌসী রহমান
- খানক জায়ে রে - ফেরদৌসী রহমান
- পেয়ারে পেয়ারে ইয়ার হামারে - আহমেদ রুশদী
- তুঝে চাহে মেরি বাহে - আহমেদ রুশদী
- রুত হে জাওান - নাজমা নিয়াজী
নিগার পুরষ্কার
পুরষ্কার | গ্রহীতা |
---|---|
সেরা চলচ্চিত্র | প্রযোজক: মুস্তাফিজ |
সেরা পরিচালক | এহতেশাম |
শ্রেষ্ঠ চিত্রনাট্য | আতা উর রেহমান |
সেরা অভিনয় | নাদিম বেগ |
সেরা সঙ্গীত পরিচালক | রবিন ঘোষ |
কণ্ঠশিল্পী (পুরুষ) | মুজীব আলম (গান: "ওহ মেরে সামনে তাসবির" |
তথ্যসূত্র
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১৫।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.