ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়

ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয় (ইংরেজি: Ghagra Barera High School) হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নে অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি প্রায় ১ একর জমির উপর অবস্থিত। ১৯৬৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়।[1]

ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়
Ghagra Barera High School
ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ের প্রধান দরজা।
অবস্থান
ময়মনসিংহ সদর উপজেলা,
ময়মনসিংহ জেলা
বাংলাদেশ
তথ্য
বিদ্যালয়ের ধরনবেসরকারি বিদ্যালয় মাধ্যমিক
স্থাপিত১৯৬৮
অবস্থাসক্রিয়
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
বিদ্যালয় জেলাময়মনসিংহ জেলা
সেশনজানুয়ারি - ডিসেম্বর
প্রধান শিক্ষকমো: আব্দুল আউয়াল
অনুষদ
  • মানবিক
  • বিজ্ঞান
  • বাণিজ্য
লিঙ্গবালক-বালিকা
শিক্ষার্থী সংখ্যা৫৬৮ জন
শ্রেণী৬-১০
শিক্ষাদানের মাধ্যমজাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড
ভাষার মাধ্যমবাংলা-মাধ্যম শিক্ষা
ভাষাবাংলা
আয়তন১ একর
ক্যাম্পাসের ধরনঅনাবাসিক

ইতিহাস

ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয় স্থানীয় শিক্ষার উন্নয়নের চিন্তা থেকে স্থানীয় শিক্ষনুরাগী ও সমাজহিতৈষী ব্যক্তিগনের উদ্যাগে ১৯৬৮ সালে প্রতিষ্ঠা লাভ করে।[2]

ক্যাম্পাস

ছাত্রছাত্রীদের কোলাহলে প্রায় ১ একর বিশিষ্ট ক্যাম্পাসটিকে করে তুলেছে সজীব ও প্রাণবন্ত। স্কুলে রয়েছে ৩টি ভবন।

শিক্ষক-শিক্ষার্থী

স্কুলে মোট শিক্ষক আছেন ১৪ জন এবং মোট শিক্ষার্থী ৫৬৮ জন।[1]

একাডেমিক কোর্স

স্বেচ্ছাসেবক সংগঠনসমূহ

বহিঃসংযোগ

তথ্যসূত্র

  1. "ঘাগড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়"http://ghagraup.mymensingh.gov.bd। সংগ্রহের তারিখ ডিসেম্বর ০৫, ২০১৫ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য); |প্রকাশক= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.