ঘাগটিয়া ইউনিয়ন
ঘাগটিয়া ইউনিয়ন বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[1][2]
ঘাগটিয়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() ঘাগটিয়া | |
স্থানাঙ্ক: ২৪.১২০৫৬০° উত্তর ৯০.৫৬৬০৯৫° পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | গাজীপুর জেলা |
উপজেলা | কাপাসিয়া উপজেলা ![]() |
সরকার | |
জনসংখ্যা | |
• মোট | ৪,১৬৬ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ১৭৪৩ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান
ঘাগটিয়া ইউনিয়নটি সনমানিয়া ও বারিষাব ইউনিয়নের মাঝখানে অবস্থিত। ইউনিয়নের মাঝখান দিয়ে বয়ে গেছে ব্রক্ষ্মপূত্র নদীর শাখা নদী ঐতিহ্যবাহী বানার নদী।পূর্ব দিকে মনোহরদী উপজেলা পশ্চিম দিকে তিরমোহনী বাজার। দক্ষিণ দিকে সনমানিয়া উত্তর দিকে বারিষাব ইউনিয়ন অবস্থিত।[1]
জনসংখ্যা
ওয়ার্ড নং | মোট ভোটার সংখ্যা | পুরুষ | নারী |
০১ | ২৫০৬ | ১১৫৫ | ১৩৫১ |
০২ | ১৬৯১ | ৭৯০ | ৯০১ |
০৩ | ১৩২১ | ৬১৮ | ৭০৩ |
০৪ | ১৪১৩ | ৬৭০ | ৭৪৩ |
০৫ | ১৪৫১ | ৭২৬ | ৭২৫ |
০৬ | ১৬৭৪ | ৮০৬ | ৮৬৮ |
০৭ | ২৪৬০ | ১১৮৮ | ১২৭২ |
০৮ | ১৪৬০ | ৬৮৫ | ৭৭৫ |
০৯ | ১৬৮৬ | ৮১৬ | ৮৭০ |
যোগাযোগ ব্যবস্থা
ইউনিয়নের মধ্য দিয়ে পাকা রাস্তা রয়েছে যা একপ্রান্তে রয়েছে নরসিংদী জেলার মনোহরদী উপজেলা যাওয়ার রাস্তার অপর প্রান্ত কাপাসিয়া উপজেলার রাস্তা যা রাজধানী ঢাকা গামী। ইউনিয়নের মধ্যবর্তী যোগাযোগব্যবস্থা ভাল নয়। কারণ রাস্তা গুলো আবস্থা খুবই খারাপ বাস হিসাবে সম্রাট বাস চলাচল করে এই রাস্তা দিয়ে।
দর্শনীয় স্থান
- ডুইরার বোন্ধ ওরফে আশুলিয়া কাপাসিয়া
- ঘাগটিয়া চালার বাজার ক্লাব মাঠ
ধর্মীয় প্রতিষ্ঠান
অর্থনীতি
শিক্ষা প্রতিষ্ঠান
চিত্রশালা
তথ্যসূত্র
- "এক নজরে ঘাগটিয়া ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১১ ডিসেম্বর ২০১৮। ৩ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৯।
- "কাপাসিয়া উপজেলা"। বাংলাপিডিয়া। ১০ আগস্ট ২০১৪। ৩ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৯।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.