গ্রাফাইট

গ্রাফাইট হচ্ছে অঙ্গার বা কার্বনের একটি রূপ[1] এর স্ফটিক ষট-কৌনিক আকৃতির। এটা সাধারণত স্তরীভূত, আঁশযুক্ত, দানাদার এবং নিবিড় পিণ্ড আকারে বা মাটির পিণ্ড আকারে পাওয়া যায়। গ্রাফাইটের কঠিনতা ১.০-২.০ এবং আপেক্ষিক গুরুত্ব ১.৯-২.৩[2]

গ্রাফাইট
গ্রাফাইটের খন্ড
সাধারণ তথ্য
শ্রেণীপ্রাকৃতিক খনিজ
রাসায়নিক সূত্রC
সনাক্তকরণ
বর্ণস্টিল কালো, থেকে ধূসর
স্ফটিক রীতিট্যাবুলার, ছয়টি প্রান্ত যুক্ত foliated masses, granular to compacted masses
স্ফটিক পদ্ধতিষড়ভুজাকার (6/m 2/m 2/m)
বিদারণএকটি দিকে নিখুঁত
ফাটলআঁইশাকার, ক্লিভেজ না হলে রূক্ষ
কাঠিন্য মাত্রা১–২
ঔজ্জ্বল্যধাতব, মাটির মতো
ডোরা বা বর্ণচ্ছটাকালো
ঘনত্ব2.09–2.23 g/cm3
প্রতিসরাঙ্কঅস্বচ্ছ
Pleochroismনেই
দ্রাব্যতাগলিত নিকেল

প্রকারভেদ

প্রাপ্তিস্থান

গ্রানাইট, নাইস, অভ্র সিস্ট এবং স্ফটিকীয় চুনাপাথরের ফাটলে গ্রাফাইট বিরাট পিণ্ড আকারে অথবা আঁশযুক্ত স্তর হিসেবে বিক্ষিপ্ত অবস্থায় পাওয়া যায়।

বৈশিষ্ট্যসমূহ

গঠন

অন্যান্য বৈশিষ্ট্য

প্রাকৃতিক গ্ৰাফাইট ব্যবহারের ইতিহাস

অন্যান্য নাম

প্রাকৃতিক গ্ৰাফাইটের ব্যবহার

===তাপীয় চুল্লিতে===১০০০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা

ব্যাটারিতে

ইস্পাত উৎপাদনে

যানবাহনের ব্রেকে

পিচ্ছিলকারক হিসেবে ও ঢালাইয়ের কাজে

পেন্সিলে

গ্ৰাফাইট পেন্সিল

অন্যান্য ব্যবহার

পরিবর্ধিত গ্ৰাফাইট

অন্তবর্তী (ইন্টারক্যালেটেড) গ্ৰাফাইট

CaC6 এর গঠন

কৃত্রিম গ্ৰাফাইটের ব্যবহার

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.