মহিপাল সরকারি কলেজ
মহিপাল সরকারি কলেজ (পূর্বনাম: গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট, ফেনী) বাংলাদেশের একটি উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান, যেটি ফেনী জেলা সদরে অবস্থিত।[1] এই প্রতিষ্ঠানটি ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের একমাত্র সরকারি প্রতিষ্ঠান। এটি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৪ সাল থেকে বর্তমান নামে পরিচিতি লাভ করে।
ধরন | সরকারী |
---|---|
স্থাপিত | ১৯৬৬ ফেনী, বাংলাদেশ |
অধ্যক্ষ | মোঃ জাসীম উদ্দিন |
শিক্ষার্থী | ১,২০০ + |
অবস্থান | সার্কিট হাউজ রোড, মহিপাল, ফেনী |
ওয়েবসাইট | তথ্য-বাতায়ন |
প্রতিষ্ঠার ইতিহাস
১৯৫৯ সালের জাতীয় শিক্ষা কমিশনের[2] নির্দেশনা অণুসারে তৎকালীন সরকার পূর্ব পাকিস্তানের ১৬টি[3] জেলা সদরে 'গভ. কমার্শিয়াল ইনস্টিটিউট' স্থাপন করা সিদ্ধান্ত গ্রহণ করে[1] এবং ফলশ্রুতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা 'এউএসএইড'-এর আর্থিক ও কারিগরী সহায়তায় ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর, বগুড়া, পাবনা, বরিশাল এবং সিলেট জেলা শহরে ১৯৬৫ হতে ১৯৬৭ সালের মধ্যে এই কমার্র্শিয়াল ইনস্টিটিউটসমূহ স্থাপিত হয়।[2]
শিক্ষা কার্যক্রম
এই প্রতিষ্ঠানটিতে ঢাকা শিক্ষা বোর্ড এর অধীনে দুই বছর মেয়াদী 'ডিপ্লোমা-ইন-বিজনেস ষ্টাডিজ' (ডিআইবিএস) নামে একটি কর্মমূখী শিক্ষা কোর্স পরিচালনা করা হয়।[1][2]
ফলাফল
অত্র প্রতিষ্ঠানের বোর্ড পরীক্ষার ফলাফল সন্তোষজনক। সর্বশেষ ২০১৩ সালের ডিআইবিএস পরীক্ষায় ৫০০(পাঁচশত) জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে ৪৪৯(চারশত ঊনপঞ্চাশ) জন পাস করে, যার মধ্যে ৭৪ জন A+ এবং ৩৫৩জন A গ্রেড পায়। পাশের গড় হার ছিল প্রায় ৯০% এবং ২০১৪ সালের ডিআইবিএস পরীক্ষায় ৫৪৩(পাঁচশত তেতাল্লিশ) জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে ৪৩৩ (চারশত তেত্রিশ) জন পাস করে, যার মধ্যে ১০২ জন A+ এবং ৩২৫জন A গ্রেড পায়। পাশের হার ছিল প্রায় ৭৯.৭৪%।
তথ্যসূত্র
বহি:সংযোগ
- 'গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট, ফেনী'-এর তথ্য বাতায়ন।