গঙ্গোত্রী

গঙ্গোত্রী (হিন্দি: गंगोत्री) ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলার একটি শহর ও নগর পঞ্চায়েত। এটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত একটি হিন্দু তীর্থ শহর। গঙ্গোত্রী হিমাদ্রি হিমালয় পর্বতশ্রেণীতে ৩,১০০ মিটার উচ্চতায় অবস্থিত।

গঙ্গোত্রী
শহর
গঙ্গোত্রী
গঙ্গোত্রী
স্থানাঙ্ক: ৩০.৯৮° উত্তর ৭৮.৯৩° পূর্ব / 30.98; 78.93
দেশ ভারত
রাজ্যউত্তরাখণ্ড
জেলাউত্তরকাশী জেলা
উচ্চতা৩৪১৫ মিটার (১১২০৪ ফুট)
জনসংখ্যা (২০০১)
  মোট৬০৬
ভাষা
  সরকারিহিন্দি
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)

ভূগোল

গঙ্গোত্রীর অবস্থান হল ৩০.৯৮° উত্তর ৭৮.৯৩° পূর্ব / 30.98; 78.93[1]

গঙ্গোত্রী মন্দির

গঙ্গোত্রী মন্দির

গঙ্গোত্রী গঙ্গা নদীর উৎসস্থল। তাই এখানে দেবী গঙ্গার একটি মন্দির আছে। গঙ্গোত্রী ছোট চার ধাম তীর্থ-চতুষ্টয়ের একটি। এখানে গঙ্গা নদীর নাম ভাগীরথী নদী। গঙ্গোত্রী থেকে দেবপ্রয়াগ পর্যন্ত গঙ্গা ভাগীরথী নামে প্রবাহিত। তারপর অলকানন্দা নদীর সঙ্গে মিলিত হয়ে গঙ্গা নাম ধারণ করেছে। গঙ্গোত্রীর নিকট গোমুখে গঙ্গার উৎস। এটি গঙ্গোত্রী শহর থেকে ১৯ কিলোমিটার দূরে গঙ্গোত্রী হিমবাহের উপর অবস্থিত।

Snout point of gongotri glacier, gomukh

পৌরাণিক সূত্র

গোমুখ, গঙ্গোত্রীর কাছে গঙ্গার উৎস

হিন্দু পুরাণ অনুসারে, রাজা ভগীরথের পূর্বপুরুষের পাপস্খালনের জন্য দেবী গঙ্গা এইখানে নদীরূপে অবতীর্ণ হন। তার অবতরণের আগে ভগীরথ এখানে অনেকদিন তপস্যা করেছিলেন।

আরও দেখুন

ছোট চার ধাম
কেদারনাথ বদ্রীনাথ
গঙ্গোত্রী যমুনোত্রী
  • গঙ্গোত্রী জাতীয় উদ্যান

তথ্যসূত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:Uttarkashi district

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.