গঙ্গারামপুর রেলওয়ে স্টেশন

গঙ্গারামপুর রেল স্টেশন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে অবস্থিত একটি রেল স্টেশন। এটি গঙ্গারামপুর শহর এবং পার্শ্ববর্তী এলাকায় রেল পরিসেবা প্রদান করে করে। ২০০৪ সালে গঙ্গারামপুর স্টেশনটি নির্মিত হয়েছিল এবং প্রথম ট্রেনটি ৩০ ডিসেম্বর ২০০৪ এ চালু হয়েছিল। এই স্টেশনটি গঙ্গারামপুর কলেজের নিকটবর্তী শহরের দক্ষিণ দিকে অবস্থিত।গৌড় এক্সপ্রেস, তেভাগা এক্সপ্রেস এবং বালুরঘাট-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস মত কয়েকটি এক্সপ্রেস ট্রেন, গঙ্গারামপুর রেল স্টেশনে থামে।[1]

গঙ্গারামপুর রেল স্টেশন
ভারতীয় রেল স্টেশন
চিত্র:Gangarampur Railway Station.jpeg
গঙ্গারামপুর স্টেশন
অবস্থানগঙ্গারামপুর, পশ্চিমবঙ্গ , ভারত
স্থানাঙ্ক২৫.৩৯০৩° উত্তর ৮৮.৫১৬৩° পূর্ব / 25.3903; 88.5163
উচ্চতা২৯ মিটার (৯৫ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
লাইন (সমূহ)একলাখি–বালুরঘাট শাখা লাইন
প্ল্যাটফর্ম
রেলপথ
নির্মাণ
গঠনের ধরণআদর্শ (ভূ-পৃষ্ট)
পার্কিংহ্যাঁ
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
স্টেশন কোডজিআরএমপি (GRMP)
জোন(সমূহ) উত্তর-পূর্ব সীমান্ত রেল
বিভাগ(সমূহ) কাটিহার রেল বিভাগ
ওয়েবসাইটhttp://www.indianrail.gov.in
ইতিহাস
চালু৩০ ডিসেম্বর ২০০৪
বৈদ্যুতীকরণনা
পরিসেবাসমূহ
পূর্ববর্তী স্টেশন   ভারতীয় রেল   পরবর্তী স্টেশন
মালঞ্চ
উত্তর-পূর্ব সীমান্ত রেল
একলাখি–বালুরঘাট শাখা লাইন
বুনিয়াদপুর
অবস্থান
গঙ্গারামপুর স্টেশনের অবস্থান পশ্চিমবঙ্গে

গঙ্গারামপুর রেল ব্রীজ

গঙ্গারামপুর রেল ব্রীজ পূর্ণভবা নদীকে গঙ্গারামপুর স্টেশনের কাছেই অতিক্রম করেছে।[2]

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.