খন্দকার আনোয়ারুল হক
খন্দকার আনোয়ারুল হক একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য।
খন্দকার আনোয়ারুল হক | |
---|---|
টাঙ্গাইল-১ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৩ মার্চ ১৯৮৮ – ১৯৯১ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | মধুপুর, টাঙ্গাইল |
পেশা | ব্যবসা, রাজনীতিবিদ |
প্রারম্ভিক জীবন
আনোয়ারুল হক টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার জটাবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খন্দকার আজিজুর রহমান ও মাতার নাম খাদিজা বেগম।[1] শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
রাজনৈতিক জীবন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে আনোয়ারুল হক ছাত্র রাজনীতিতে যুক্ত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য ছিলেন। আনোয়ারুল হক ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ আসন থেকে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে তিনি জয় লাভ করেন।[2] সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি জাতীয় পার্টিতে যোগ দেন।[3] বেশ কিছু দিন জাতীয় পার্টির সাথে থাকার পর তিনি বিএনপিতে যোগদান করেন এবং বর্তমানে তিনি বিএনপির মধুপুর উপজেলা শাখার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।[4]
তথ্যসূত্র
- "হলফনামা"। নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৮।
- "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৮।
- "টানা পঞ্চমবার জয় চায় আ'লীগ পুনরুদ্ধার চেষ্টায় বিএনপি"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৮।
- "টাঙ্গাইল-১ আসনে মনোনয়ন দৌড়ে ১৪ জন"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৮।