পিউডেন্ডাল চিড়

পিউডেন্ডাল চিড় (ইংরেজি: pudendal cleft) নারীর উরূসন্ধিস্থলে যৌনাঙ্গের বহির্ভাগে দৃশ্যমান চিরল ভাঁজ যা যোনীর একটি অংশ। যোনী মণ্ডপের শুরুতে, যেখানে বহিরোষ্ঠ দ্বিভাজিত হয়ে যায়, সেখানকার হলরেখাকে (লাঙ্গলের ফলার দাগ, এখানে চামড়ার ভাঁজের দ্বারা সৃষ্ট দাগের ন্যায় অংশ বোঝানো হয়েছে) ক্লেফট অব ভিনাস (ভাষান্তরে ভিনাসের গিরিখাত) নামে অভিহিত করা হয়। রোমান পুরাণে ভালোবাসার দেবী ভিনাসের নামানুসারে এর নামকরণ করা হয়েছে। এটি লাতিন ভাষায় রিমা পিউদেন্তি (লাতিন: rima pudendi) নামেও পরিচিত এছাড়া ইংরেজিতে পিউডেন্ডাল ফিশার (pudendal fissure) বা পিউডেন্ডাল ফাটল[1] নামেও পরিচিত।

পিউডেন্টাল চিড়
নারীর জঙ্ঘার ঊদ্ধাঙ্গ
শনাক্তকারী
দোরল্যান্ড
/এলসভিয়ার
r_14/12711774
টিএA09.2.01.006
এফএমএFMA:19995
শারীরস্থান পরিভাষা

কিছু মহিলার ক্ষেত্রে ভগাঙ্কুরছত্রলেবিয়া মাইনরা ক্লেফট অব ভিনাস ভেতর দিয়ে বাইরের দিকে প্রক্ষিপ্ত। সেক্ষেত্রে যখন আটোসাটো পোষাক পরা হয় তখন ক্লেফটে টান পড়তে পারে (যখন জিন্সের মতো জোড়া লাগা কাপড় পরিধান করা হয়)। এটাকে অপশব্দে ক্যামেলটো (Cameltoe) বলে অভিহিত করা হয়।

তথ্যসূত্র

  1. Gould, George M. (১৯৩৬)। Brownslow, C. V, সম্পাদক। Gould's Pocket Pronouncing Medical Dictionary (10th সংস্করণ)। P. Blakinston's Son & C., Inc.।


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.