ক্রিস্টোফার রেন
স্যার ক্রিস্টোফার রেন (ইংরেজি Sir Christopher Wren, অক্টোবর ২০, ১৬৩২ - ফেব্রুয়ারি ২৫, ১৭২৩) হলেন ১৭শ শতকের একজন ইংরেজ নির্মাতা, জ্যোতির্বিদ, এবং তৎকালীন ইংল্যান্ডের সেরা স্থপতি। তিনি লন্ডন শহরে ৫৩টি গির্জার নকশা প্রণয়ন করেন। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো সেন্ট পলের ক্যাথেড্রাল। এছাড়াও তিনি অনেক প্রখ্যাত ভবনের নকশা করেছেন। তিনি রয়াল সোসাইটির প্রতিষ্ঠাতা, এবং প্রথম সভাপতি (১৬৮০-৮২)। তার গবেষণাকে আইজাক নিউটন ও ব্লেইজ প্যাসকাল গুরুত্বের সাথে নিয়েছিলেন।
স্যার ক্রিস্টোফার রেন | |
---|---|
![]() গডফ্রি নেলারের আঁকা ক্রিস্টোফার রেনের প্রতিকৃতি, ১৭১১ | |
জন্ম | East Knoyle, Wiltshire, England | ২০ অক্টোবর ১৬৩২
মৃত্যু | ২৫ ফেব্রুয়ারি ১৭২৩ ৯০) লন্ডন | (বয়স
বাসস্থান | ইংল্যান্ড |
জাতীয়তা | ইংরেজ |
কর্মক্ষেত্র | স্থাপত্য, পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা, ও গণিত |
প্রাক্তন ছাত্র | Wadham College, University of Oxford |
পরিচিতির কারণ | Designer of 54 churches including St Paul's Cathedral, as well as many secular buildings of note in London after the Great Fire |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.