ক্যারোলিনা কুর্কোভা
ক্যারোলিনা ইসেলা কুর্কোভা (চেক: Karolína Isela Kurková) (জন্ম: ২৮ ফেব্রুয়ারি, ১৯৮৪)[2] একজন চেক মডেল। প্রাক্তন ভিক্টোরিয়া’স সিক্রেট মডেল ও একজন উৎসাহী অভিনেত্রী হিসেবে তিনি বেশি পরিচিত। ফ্যাশন আলোকচিত্রী মারিও টেস্টিনো কুর্কোভা সম্মন্ধে বলেন, “তাঁর মুখমণ্ডল ও দেহের অনুপাত, সেই সাথে তাঁর শক্তিমত্তা, তাঁকে এমন একজন মডেলে পরিণত করেছে যে, সর্বাবস্থায় সে মডেলিংয়ের জন্য প্রস্তুত।”[3] ফ্যাশন ম্যাগাজিন ভোগ-এর সম্পাদক অ্যানা উইনটোর কুর্কোভাকে ‘পরবর্তী সুপারমডেল’ বলে আখ্যায়িত করেছেন।[3]
ক্যারোলিনা কুর্কোভা | |
---|---|
![]() ২০০৯ সালে মেট্রোপলিটান অপ্রার উদ্বোধনী রাতে ক্যারোলিনা কুর্কোভা | |
জন্ম | ক্যারোলিনা ইসেলা কুর্কোভা[1] |
অন্যান্য নাম | কেকে |
মডেলিং তথ্য | |
উচ্চতা | ৫ ফুট ১১ ইঞ্চি (১.৮০ মিটার) |
চুলের রঙ | ব্লন্ড |
চোখের রঙ | সবুজ |
প্রাথমিক ও পেশা জীবন
চেকোস্লোভাকিয়ার ডেইচিন শহরে ক্যারোলিনা কুর্কোভার জন্ম। তার বাবা ছিলেন একজন চেক বাস্কেটবল খেলোয়াড়। তার মা ছিলেন জাতিতে স্লোভাক।[4] ছোটবেলায় কুর্কোভার উচ্চতা নিয়ে সবাই তার সাথে মজা করতো।[5] ১৫ বছর বয়সে তার এক বন্ধু কুর্কোভার একটি ছবি প্রাগের একটি এজেন্সির কাছে পাঠায়। সেবার ঐ বয়সেই তাকে রানওয়েতে মডেলিংয়ে দেখা যায়।[2] পরবর্তীতে তিনি আরো অভিজ্ঞতা অর্জনের জন্য মিলানে চলে যান।[4] এবং মিউসিয়া প্রাদার সাথে একটি মডেলিং চুক্তিতে আবদ্ধ হন।[6]
১৯৯৯ সালের সেপ্টেম্বরে কুর্কোভাকে ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিন ভোগ-এর মার্কিন সংস্করণে দেখা যায়। দুই বছরের মাথায় তিনি নিউ ইয়র্ক সিটিতে চলে যান, এবং ২০০১ সালের ফেব্রুয়ারিতে, ১৭ বছর বয়সে তিনি স্থান পান ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে।[4]
ব্যক্তিগত জীবন
ক্যারোলিন কুর্কোভা নিউ ইয়র্ক সিটির ট্রাইবেকা ডিসট্রিক্টে বাস করেন, এবং তিনি ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাস্কেটবল খেলা উপভোগ করেন।[6] কুর্কোভা স্বীকার করেছেন তিনি হাইপোথাইরয়েডিজমে ভুগছেন এবং এটি তার ওজন বাড়ার একটি অন্যতম কারণ।[7]
২০০৯ সালের জুলাইয়ে কুর্কোভা ঘোষণা করেন যে, তিনি তার বাগদত্তা আর্চি ড্রুরির সন্তানের মা হতে চলেছেন।[8] পরবর্তীতে অক্টোবরের ২৯ তারিখে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। শিশুটির নাম রাখা হয় টোবিন জ্যাক ড্রুরি। জন্মের সময় সন্তানের ওজন ছিলো ৬ পাউন্ড ৩ আউন্স। এটি এই যুগলের একমাত্র সন্তান।[9]
তথ্যসূত্র
- "Karolina Kurkova profile at nymag.com"। New York Magazine। ২০০৯-০৭-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-২৭।
- "2007 Victoria's Secret Fashion Show"। ২০০৭-১২-০৪। CBS।
|ধারাবাহিক=
অনুপস্থিত বা খালি (সাহায্য) - http://models.com/model_culture/tales_model/Karolina02/
- http://www.tv.com/karolina-kurkova/person/201748/biography.html
- "Karolina Kurkova interview at Victoria's Secret Fashion Show"। Bellasugar। ২০০৭-১২-১৯। সংগ্রহের তারিখ ২০১০-০৩-১৫।
- "Karolina Kurkova ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ মে ২০০৭ তারিখে".AskMen. Retrieved 2007-06-04.
- "Karolina Kurkova's "Weight Problem" Caused by Hyperthyroidism"। ১৫ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১০।
- Karolina Kurkova Is Pregnant! People Magazine website. 07/14/2009
- Model Karolina Kurkova Has a Boy! People Magazine website. 11/02/2009
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ক্যারোলিনা কুর্কোভা (ইংরেজি)
- ক্যারোলিনা কুর্কোভা - ফ্যাশন মডেল ডিরেক্টরি