ক্যানানোর প্রথম যুদ্ধ

ক্যানানোর নৌবাহিনীর যুদ্ধ (১৫০১/১৫০২) ক্যানানোর প্রথম যুদ্ধ একটি নৌ সংশ্লিষ্ট যুদ্ধ যা জোয়া দা নোভা এ অধীনে পরিচালিত তৃতীয় পর্তুগিজ নৌবহর এবং কালিকট নৌবহরের মধ্যে সংঘটিত হয়।

ক্যানানোর যুদ্ধ
মূল যুদ্ধ: ভারত মহাসাগরে পর্তুগিজ যুদ্ধ
তারিখডিসেম্বর ৩১, ১৫০১ -জানুয়ারী ২, ১৫০২
অবস্থানক্যানানোর, ভারত
ফলাফল পর্তুগিজ বিজয়
যুধ্যমান পক্ষ
পর্তুগিজ সাম্রাজ্য কালিকট
সেনাধিপতি
জোয়া দা নোভা কালিকটের জামোরিন
শক্তি
৪ টি ক্যারেক ২২০টির বেশি জাহাজ, ৪০ টি প্রধান জাহাজ সহ and
১৮০ পরাস এবং জাম্বুক্স
৭০০০ পুরুষ [1]
হতাহত ও ক্ষয়ক্ষতি
কম ৫টি প্রধান জাহাজ ডুবে যায়
১২টি পরাস এবং জাম্বুক্স ডুবে যায়

যুদ্ধটি ডিসেম্বর ৩১, ১৫০১ -জানুয়ারী ২, ১৫০২ পর্যন্ত মোট দুই দিন ধরে চলে এবং এটি ছিল ভারত মহাসাগরে সংঘটিত নৌবহর সংশ্লীষ্ট প্রথম যুদ্ধ।

তথ্যসূত্র

  1. Matthew (1997: p.11)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.