কালিকট পতন (১৫২৬)

কালিকট পতন ১৫২৬ সালে সংঘটিত হয় যখন জামোরিন, ভারতীয় স্থানীয় শাসক, পর্তুগিজ থেকে কালিকট দুর্গ দখল করে নেন।[1]

কালিকটে পর্তুগিজদের কেল্লা

পর্তুগিজরা ১৫০০ সাল থেকে কালিকটে একটি কেল্লা প্রতিষ্ঠার জন্য পরিকল্পনা করছিল, যখন পেদ্রো আলভারেস ক্যাবরেল এর হাতে এই মিশনের দায়িত্ব আসে।[1] পর্তুগাল রাজা এবং জারোমিন এর মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর, সেরামে নামক জায়গায়, ১৫১৩ সালে কেল্লাটি স্থাপন সম্পুর্ণ হয়।[1]

তথ্যসূত্র

  1. History of the Portuguese navigation in India, 1497-1600 by K. M. Mathew p.165ff
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.