কোস্টা রিকার প্রশাসনিক বিভাগসমূহ
১৯৪৯ সালের কোস্টারিকার সংবিধানের ১৬৮ নম্বর অনুচ্ছেদে কোস্টা রিকার আঞ্চলিক বিভাগকে তিন ধরনের প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করা হয়েছে।[1] জন প্রশাসনের উদ্দেশ্য বাস্তবায়নকল্পে জাতীয় ভূ-খণ্ডকে প্রদেশ, ক্যান্টন ও জেলা হিসেবে বিভাজন ঘটানো হয়েছে। কোস্টা রিকায় রয়েছে -
- ৭টি প্রদেশ
- ৮১টি ক্যান্টন ও
- ৪৭৮টি জেলা
![]() |
---|
এই নিবন্ধটি কোস্টা রিকার রাজনীতি ও সরকার ধারাবাহিকের অংশ |
সংবিধান
|
নির্বাহী প্রশাসন
|
আইনসভা
|
বিচার-ব্যবস্থা
|
|
নির্বাচন
|
বৈদেশিক সম্পর্ক
|
|

প্রত্যেকটি অংশকেই নম্বর দিয়ে পরিচিতি ঘটানো হয়েছে। প্রদেশের ক্ষেত্রে ১, ক্যান্টনের ক্ষেত্রে ৩ ও জেলার ক্ষেত্রে ৫ সংখ্যা বরাদ্দ করা হয়েছে। তন্মধ্যে, জেলা পর্যায়ের নম্বরগুলোকে ডাক কোড হিসেবেও ব্যবহার করা হয়।
ইতিহাস
প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে কোস্টা রিকা প্রতিষ্ঠিত হয়। এ সময় কোস্টা রিকাকে ‘মুক্ত, সার্বভৌম ও স্বাধীন’ প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়েছিল। ১৮৪৭ সালের কোস্টা রিকার রাজনৈতিক সংবিধান পুণঃর্গঠনকল্পে একই বছরের ৩০ নভেম্বর অনুমোদন দেয়া হয়। ঐ বছরের ৭ ডিসেম্বর শাসন ব্যবস্থা পরিচালনার উদ্দেশ্যে প্রদেশ, ক্যান্টন ও জেলা হিসেবে বিভাজন ঘটানো হয়।[2] পূর্বোক্ত আইন আদেশ বলে নিম্নবর্ণিত প্রদেশ সৃষ্টি করা হয়:
- স্যান হোস, এক ক্যান্টন ও দশ জেলা
- আলাজুয়েলা, দুই ক্যান্টন ও আট জেলা
- কার্থেজ, দুই ক্যান্টন ও তেরো জেলা
- হেরেদিয়া, এক ক্যান্টন ও সাত জেলা
- গুয়ানাকাস্তে, চার ক্যান্টন ও আট জেলা
এ আইনে পুন্তারেনাসকে কাউন্টি শ্রেণীবিভাগ ঘটানো হয় যা বর্তমানে বিলুপ্ত। ১৭ সেপ্টেম্বর, ১৮৫৮ তারিখে আইনজারী আদেশ নম্বর ১০ অনুসারে পুন্তারেনাসকে প্রদেশের মর্যাদা দেয়া হয়েছিল।
প্রাদেশিক কাঠামো
রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ড সুচারুরূপে সম্পন্নের লক্ষ্যে প্রদেশকে সাতটি ভাগে বিভক্ত করা হয়েছে:

কোস্টা রিকার প্রদেশসমূহ | ||||||
প্রদেশ | ISO 3166-2[3] | কাবেসেরা | ক্যান্টন | জেলা | অধিবাসী[4] | আয়তন বর্গকি.মি. |
---|---|---|---|---|---|---|
স্যান হোস | CR-SJ | স্যান হোস | ২০ | ১১৮ | ১৪০৪২৪২ | ৪৯৬৫৯০ |
আলাজুলা | CR-A | আলাজুলা | ১৬ | ১০৮ | ৮৪৮১৪৬ | ৯৭৫৭৫৩ |
কার্তাগো | CR-C | কার্তাগো | ৮ | ৪৮ | ৪৯০৯০৩ | ৩১২৪৬৭ |
হেরেদিয়া | CR-H | হেরেদিয়া | ১০ | ৪৬ | ৪৩৩৬৭৭ | ২৬৫৬৯৮ |
গুয়ানাকাস্তে | CR-G | লাইবেরিয়া | ১১ | ৫৯ | ৩২৬৯৫৩ | ১০১৪০৭১ |
পুন্তারেনাস | CR-P | পুন্তারেনাস | ১১ | ৫৭ | ৪১০৯২৯ | ১১২৬৫৬৯ |
লিমন | CR-L | লিমন | ৬ | ২৭ | ৩৮৬৮৬২ | ৯১৮৮৫২ |
আদিবাসী অঞ্চল
কোস্টা রিকায় ২৪টি আদিবাসী এলাকা রয়েছে। এগুলো কেন্দ্রীয় সরকার থেকে পরিচালিত হয় ও এদের সীমিত স্বায়ত্ত্বশাসন ব্যবস্থা দেয়া হয়েছে। এ সকল এলাকা নির্বাহী ক্ষমতাবলে আদেশ নং ১৩৫৬৮-জি অনুযায়ী স্থানীয় সরকাররের ন্যায় আদিবাসী উন্নয়ন সংস্থা কর্তৃক পরিচালিত হচ্ছে।
তথ্যসূত্র
- Political Constitution of the Republic Of Costa Rica
- "Political Constitution of the Republic of Costa Rica, 1848: From the territory of Costa Rica." (PDF)। ১৭ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৭।
- Statoids.com (সম্পাদক)। "Provinces of Costa Rica"। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৪।
- http://www.inec.go.cr/A/MS/Censos/Censo%202011/Creations%20preliminares/15.%20Results%20Generales%20Censo%202011.pdf%5B%5D