কেট বেকিনসেল

ক্যাথেরিন রোমারি "কেট" বেকিনসেল (জন্ম ২৬ জুলাই ১৯৭৩) একজন ব্রিটিশ অভিনেত্রী। কিছু ছোটখাটো টেলিভিশন ভূমিকার পরে, তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছেন মাচ আডো এবাউট নাথিং (১৯৯৩) নামক একটি চলচ্চিত্রে যখন কিনা তিনি ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এরপর তিনি বিভিন্ন মঞ্চ ও রেডিওর প্রযোজনায় ব্রিটিশ পরিচ্ছদ নাটকে হাজির হন। যেমন: প্রিন্স অব জুটল্যাণ্ড(১৯৯৪), কোল্ড কমফোট ফার্ম (১৯৯৫), এমা (১৯৯৬), এবং দ্য গোল্ডেন বোল (২০০০)। ১৯৯০-এর দশকের শেষের দিকে তিনি যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রে কাজ করার সুযোগ খুজতে শুরু করেন এবং ছোটো-খাটো পরিমাপের নাটকগুলিতে অভিনয় শুরু করেন। যেমন: দ্য লাস্ট ডে ডিস্কো (১৯৯৮) এবং ব্রোকোয়ানা প্যালেস (১৯৯৯)। ছবিতে অভিনয়ের পর তিনি যুদ্ধভিত্তিক চলচ্চিত্র পার্ল হার্বার প্রধান ভূমিকাতে অভিনয় করেন। রোমান্টিক কমেডি স্ক্রিনডিডিটিতে তিনি অভিনয় করেন। এরপর তিন দ্য অ্যাভিয়েটর (২০০৪) এবং ক্লিক (২০০৬) এ ও তিনি উপস্থিত ছিলেন। অান্ডারওর্য়াল্ড ফিল্ম সিরিজে (২০০৩-বর্তমান) সেলেন ভূমিকায় তিনি এতে অভিনয় করেছেন, বেকিনসেল প্রাথমিকভাবে অ্যাকশন চলচ্চিত্রে অভিনয়ের জন্য ব্যাপক পরিচিত হয়ে ওঠেছেন। ভ্যান হেলসিং (২০০৪), হোয়াইটউইট' (২০০৯), কন্ট্রাব্যান্ড (২০১২) এবং টোটাল রিকল (২০১২)। তিনি ছোট নাটকীয় প্রকল্প যেমন: স্নো এঞ্জেলস (২০০৭), নাথিং বাট দ্য ট্রুথ(২০০৮) এবং এব্রিবডি'স ফাইন (২০০৯) এগুলোর মধ্যেও বিভিন্ন ভূমিকায় উপস্থিত হয়েছেন। ২০১২ সালে তিনি উইট স্টিলম্যানের জেন অস্টেন কমেডি লাভ এন্ড ফ্রেন্ডশিপ চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন।

কেট বেকিনসেল
২০১১-এ বেকিনসেল
জন্ম
Kathrin Romary Beckinsale

(1973-07-26) ২৬ জুলাই ১৯৭৩[1]
যেখানের শিক্ষার্থীনিউ কলেজ, অক্সফোর্ড
পেশা
  • অভিনেত্রী
  • মডেল
কার্যকাল১৯৯১–বর্তমান
উচ্চতা ফুট ৭ ইঞ্চি (১.৭০ মিটার) [2]
দাম্পত্য সঙ্গীলেন উইসম্যান (বি. ২০০৪; বিচ্ছেদ. ২০১৬)
সঙ্গীমাইকেল শেন (১৯৯৫–২০০৩)
সন্তান
পিতা-মাতারিচার্ড বেকিনসেল
জুডি লোই
আত্মীয়সামান্তা বেকিনসেল (হাফ-সিস্টার)

তথ্যসূত্র

  1. "Make a wish! Kate Beckinsale celebrates her 43rd birthday in a strapless jumpsuit as she blows out the candles on a huge chocolate cake at G-A-Y"Daily Mail। Daily Mail। ২৯ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৭
  2. [Kate Beckinsale Bio, Facts, Family "https://www.celebsfacts.com/kate-beckinsale/"] |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)। Celebrity Facts। সংগ্রহের তারিখ ২০১৯-০১-২০ |title= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)

বহিঃসংযোগ

টেমপ্লেট:London Film Critics Circle Award for British Actress of the Year টেমপ্লেট:London Film Critics Circle Award for British Supporting Actress of the Year

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.