কুষ্টিয়া চিনি কল লিমিটেড

কুষ্টিয়া চিনি কল লিমিটেড বাংলাদেশের কুষ্টিয়া জেলায় অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের অন্যতম প্রধান একটি চিনি কল

কুষ্টিয়া চিনি কল লিমিটেড
Kushtia Sugar Mills Ltd.
স্থানীয় নাম
কুষ্টিয়া সুগার মিলস্‌
সরকারি
শিল্পচিনি শিল্প
জৈব সার
প্রতিষ্ঠাকাল১৯৬১ (1961)
সদরদপ্তরজগতি, কুষ্টিয়া, বাংলাদেশ
বাণিজ্য অঞ্চল
বিশ্বব্যাপী
পণ্যসমূহচিনি, চিটাগুড়, মন্ড, জৈব সার
মালিকবাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন

অবস্থান

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার জগতি নামক স্থানে এই শিল্প কমপ্লেক্সটি অবস্থিত;[1] যা মূল কুষ্টিয়া শহর হতে ৮ কি: মি: দূরে।[2]

ইতিহাস

১৯৬১ সালে এই শিল্প প্রতিষ্ঠানটির নির্মাণ কাজ শুরু হয়ে ১৯৬৫ সালে সমাপ্ত হয় এবং ১৯৬৫-৬৬ সাল থেকে এটি চিনি উৎপাদন শুরু করে।[2] স্বাধীনতা লাভের পর, ১৯৭২ সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে।[3]

অবকাঠামো

এই বৃহদায়তন শিল্প-কমপ্লেক্সটি চিনি কারখানা, বাণিজ্যিক খামার ও জৈব সারকারখানা এবং অফিস ও আবাসন ভাবনের সমন্বয়ে গঠিত। এখানে চিনি মজুদ করে রাখার জন্য প্রতিটি ৬৫০ মেট্রিক টন ধারণ ক্ষমতার দুটি গুদাম ঘর রয়েছে।[4][5]

উৎপাদন ক্ষমতা

এই মিলের দৈনিক আখ মাড়াই করার ক্ষমতা ১৫২৪ মেট্রিক টন এবং উৎপাদনের ক্ষমতা ১৫০ মেট্রিক টন।[1]

উৎপাদিত পণ্য

  • চিনি
  • চিটাগুড়,
  • ব্যাগাস
  • প্রেসমাড।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "কুষ্টিয়া সুগার মিলস্ লি"। ৯ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৫
  2. কুষ্টিয়া চিনি কল লিমিটেড।
  3. বিএসএফআইসি-এর গঠন ইতিহাস।
  4. "পড়ে রয়েছে ২৮ কোটি টাকা মূল্যমানের চিনি"। ২০১৬-০৩-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-১৫
  5. নানা সংকটে কুষ্টিয়া চিনিকল।

বহি:সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.