কুর্দি জাতি
কুর্দি জাতি (কুর্দি ভাষাکورد Kurd) মধ্য প্রাচ্যের একটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী।[1] কুর্দিস্তান বলে পরিচিত অঞ্চলে এরা বসবাস করে। কুর্দিস্তান অঞ্চল ইরান, ইরাক, সিরিয়া ও তুরস্কজুড়ে বিস্তৃত।[2] কুর্দিরা ইরানি জাতির অংশ।[3][4] তাদের ভাষা কুর্দি ভাষা। এটি ইরানি ভাষার শাখা উত্তর পশ্চিম ইরানি ভাষার অংশ।[5]
মক্রান অঞ্চলে পীরশহর ও বিজরের দুটি শহর অন্তর্ভুক্ত রয়েছে।
কুর্দিদের সংখ্যা প্রায় ৩ কোটি। অধিকাংশ কুর্দিদের আবাস পশ্চিম এশিয়ায়। কুর্দিস্তানের বাইরে পশ্চিম তুরস্কে কুর্দিদের উল্লেখযোগ্য সংখ্যক উপস্থিতি রয়েছে। ইরাকের স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তানে কুর্দিরা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। প্রতিবেশী তুরস্ক, সিরিয়া ও ইরানে কুর্দিরা সংখ্যালঘু। এসব অঞ্চলে কুর্দি জাতীয়তাবাদীরা স্বায়ত্ত্বশাসনের জন্য আন্দোলন করছে।
তথ্যসূত্র
- Killing of Iraq Kurds 'genocide', BBC, "The Dutch court said it considered legally and convincingly proven that the Kurdish population meets requirement under Genocide Conventions as an ethnic group'."
- Kurdish Awakening: Nation Building in a Fragmented Homeland, (2014), by Ofra Bengio, University of Texas Press
- "Kurds"। The Columbia Encyclopedia, 6th ed.। Encyclopedia.com। ২০১৪। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৪।
- Izady, Mehrdad R. (১৯৯২)। The Kurds: A Concise Handbook। Taylor & Francis। পৃষ্ঠা 198। আইএসবিএন 978-0-8448-1727-9।
- D.N. Mackenzie, "The Origin of Kurdish", Transactions of Philological Society, 1961, pp 68–86
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে কুর্দি জাতি সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- কুর্দি, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। (ইংরেজি)
- কুর্দ, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। (ইংরেজি)
- কুর্দি: একটি দেশ ছাড়া জনগণ, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। (ইংরেজি)
- প্যারিসের কুর্দি ইনস্টিটিউট কুর্দি ভাষা, ইতিহাস, বই এবং সর্বশেষ সংবাদ নিবন্ধ। (ইংরেজি)
- কুর্দিস্তানের এনসাইক্লোপিডিয়া (ইংরেজি)
- ইস্তানবুল কুর্দি ইনস্টিটিউট (ইংরেজি)
- আন্তর্জাতিক পেন কুর্দি কেন্দ্র (ইংরেজি)
- কুর্দি লাইব্রেরী, সুইডিশ সরকার কর্তৃক সমর্থিত। (ইংরেজি)
- Yazidism: ঐতিহাসিক, কুর্দি স্টাডিজ ইন্টারন্যাশনাল জার্নাল, জানুয়ারি ২০০৫। (ইংরেজি)
- জাতিগত শোধক এবং কুর্দিদের (ইংরেজি)
- অটোমান হাঙ্গেরিতে কুর্দিদের (ইংরেজি)
- "অন্যান্য ইরাক" কুর্দি তথ্য ওয়েবসাইট (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.