কুর্দি জাতি

কুর্দি জাতি (কুর্দি ভাষাکورد Kurd) মধ্য প্রাচ্যের একটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী।[1] কুর্দিস্তান বলে পরিচিত অঞ্চলে এরা বসবাস করে। কুর্দিস্তান অঞ্চল ইরান, ইরাক, সিরিয়াতুরস্কজুড়ে বিস্তৃত।[2] কুর্দিরা ইরানি জাতির অংশ।[3][4] তাদের ভাষা কুর্দি ভাষা। এটি ইরানি ভাষার শাখা উত্তর পশ্চিম ইরানি ভাষার অংশ।[5]

মক্রান অঞ্চলে পীরশহর ও বিজরের দুটি শহর অন্তর্ভুক্ত রয়েছে।

কুর্দিদের সংখ্যা প্রায় ৩ কোটি। অধিকাংশ কুর্দিদের আবাস পশ্চিম এশিয়ায়। কুর্দিস্তানের বাইরে পশ্চিম তুরস্কে কুর্দিদের উল্লেখযোগ্য সংখ্যক উপস্থিতি রয়েছে। ইরাকের স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তানে কুর্দিরা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। প্রতিবেশী তুরস্ক, সিরিয়াইরানে কুর্দিরা সংখ্যালঘু। এসব অঞ্চলে কুর্দি জাতীয়তাবাদীরা স্বায়ত্ত্বশাসনের জন্য আন্দোলন করছে।

তথ্যসূত্র

  1. Killing of Iraq Kurds 'genocide', BBC, "The Dutch court said it considered legally and convincingly proven that the Kurdish population meets requirement under Genocide Conventions as an ethnic group'."
  2. Kurdish Awakening: Nation Building in a Fragmented Homeland, (2014), by Ofra Bengio, University of Texas Press
  3. "Kurds"The Columbia Encyclopedia, 6th ed.। Encyclopedia.com। ২০১৪। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৪
  4. Izady, Mehrdad R. (১৯৯২)। The Kurds: A Concise Handbook। Taylor & Francis। পৃষ্ঠা 198। আইএসবিএন 978-0-8448-1727-9।
  5. D.N. Mackenzie, "The Origin of Kurdish", Transactions of Philological Society, 1961, pp 68–86

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.