কুর্চি

কুর্চি ক্ষুদ্র পত্রমোচী বৃক্ষ। Apocynaceae পরিবারের এই গাছের বৈজ্ঞানিক নাম Holarrhena antidysenterica

কুর্চি
Holarrhena pubescens
Holarrhena pubescens
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Plantae
(শ্রেণীবিহীন): Angiosperms
(শ্রেণীবিহীন): Eudicots
(শ্রেণীবিহীন): Asterids
বর্গ: Gentianales
পরিবার: Apocynaceae
উপপরিবার: Apocynoideae
গোত্র: Malouetieae
গণ: Holarrhena
প্রজাতি: H. pubescens
দ্বিপদী নাম
Holarrhena pubescens
Wall. ex G.Don 1837
প্রতিশব্দ[1]
  • Echites pubescens Buch.-Ham. 1822, illegitimate homonym, not Willd. ex Roem. & Schult. 1819
  • Chonemorpha pubescens (Wall.) G.Don
  • Elytropus pubescens (Wall.) Miers
  • Echites adglutinatus Burm.f.
  • Echites antidysentericus Roth 1819, illegitimate homonym, not (L.) Roxb. ex Fleming 1810
  • Holarrhena antidysenterica Wall. 1829, invalid name published without description, also illegitimate homonym, not (L.) Wall. 1829
  • Holarrhena codaga G.Don
  • Holarrhena villosa Aiton ex Loudon
  • Holarrhena malaccensis Wight
  • Physetobasis macrocarpa Hassk.
  • Holarrhena febrifuga Klotzsch
  • Holarrhena glabra Klotzsch
  • Holarrhena tettensis Klotzsch
  • Holarrhena macrocarpa (Hassk.) Fern.-Vill.
  • Holarrhena fischeri K.Schum.
  • Holarrhena perrotii Spire
  • Holarrhena pierrei Spire
  • Nerium sinense W.Hunter
  • Holarrhena glaberrima Markgr.

বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-৪ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।[2]

বর্ণনা

কুর্চির কান্ড সরল, উন্নত এবং শীর্ষ অজস্র উর্দ্ধমুখী শাখায় ডিম্বাকৃতি, কখনোবা এলোমেলো। বাকল অমসৃণ, হালকা ধূসর। শীতের শেষে পাতা ঝরে গেলেও বসন্তের শেষে এই শূন্যতা কচি পাতায় ভরে উঠে। পাতা লম্ব-ডিম্বাকৃতি, মসৃণ আর বিন্যাস হয় বিপ্রতীপ। কুর্চির স্বাভাবিক উচ্চতা ১০-২০ ফুট, কিন্তু ২-৪ ফুট উঁচু গাছেও অনেক সময় মুকুল ধরে। কুর্চির অতিরিক্ত বৈশিষ্ট্য হলো সারা বর্ষা ধরে কয়েকবার প্রস্ফুটন।[3]

ফুল ও ফল

কুর্চি-মঞ্জরীতে ফুলের সংখ্যা কম হলেও বিক্ষিপ্ত মঞ্জরী সংখ্যা অজস্র। ফুল রঙ্গন ফুলের মতো, নিচের অংশ নলাকৃতি এবং উপর মুক্ত পাপড়িতে ছড়ানো। ৫টি পাপড়ির মুক্ত অংশ ঈষৎ বাঁকানো, বর্ণ দুধসাদা এবং তীব্র সুগন্ধী কিন্তু মধুর। গোত্রীয় বৈশিষ্ট্যের রীতি অনুযায়ী পরাগচক্র দলের গভীরে অদৃশ্য। দুটি গর্ভকেশর প্রায় মুক্ত এবং এজন্য একই ফুল থেকে দুটি ফল জন্মে। এই সজোড় ফল দুটি সরু, লম্বা এবং বীজ বহু সংখ্যক, রোমশ ও ঘনবাদামী। বাতাসে বীজ ছড়ায়।[3]

ঔষধি গুণ

কুর্চি ভেষজগুণে সমৃদ্ধ। ফুল, ফল, বাকল সবই আমাশয় সারাতে ঔষধ হিসাবে ব্যবহার করা হয়।[3]

আরো দেখুন

তথ্যসূত্র

  1. বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জুলাই ১০, ২০১২, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পৃষ্ঠা-১১৮৫৩৯
  2. শ্যামলী নিসর্গ, দ্বিজেন শর্মা; বাংলা একাডেমী, ঢাকা থেকে প্রকাশিত। সংগ্রহের তারিখ: ৬ মার্চ ২০১২।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.