কালীবাড়ি মন্দির, পেশাওয়ার
কালীবাড়ি মন্দির পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশাওয়ার শহরে অবস্থিত একটি হিন্দু মন্দির। এই মন্দিরটি হিন্দু দেবী কালীর মন্দির। দুর্গাপূজা এই মন্দিরের প্রধান উৎসব।[1][2][3][4]
কালীবাড়ি মন্দির | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | হিন্দুধর্ম |
জেলা | পেশাওয়ার |
শ্বর | কালী |
পরিচালনা সংস্থা | পাকিস্তান হিন্দু কাউন্সিল |
অবস্থান | |
রাজ্য | খাইবার পাখতুনখোয়া |
দেশ | পাকিস্তান ![]() |
![]() ![]() পাকিস্তানের মধ্যে প্রদর্শিত | |
ভৌগোলিক স্থানাঙ্ক | ৩৪°০১′ উত্তর ৭১°৩৫′ পূর্ব |
স্থাপত্য | |
ধরন | উত্তর ভারতীয় মন্দিরশৈলী |
মন্দির | ১ |
ওয়েবসাইট | |
http://www.pakistanhinducouncil.org/ |
কালীবাড়ি মন্দির, গোর খাত্রির গোরকনাথ মন্দির ও ঝান্ডাবাজারের দরগাহ্ পির রতননাথজি মন্দির হল পেশাওয়ারের অল্প কয়েকটি মন্দিরের অন্যতম। কালীবাড়ি মন্দির ও দরগাহ্ পির রতননাথজি মন্দিরেই প্রতিদিন পূজা হয়ে থাকে। আদালত ইভ্যাকুই ট্রাস্ট প্রপার্টি বোর্ডকে আদেশ দেয় গোরকনাথ মন্দিরটিকে খুলে দেওয়ার জন্য। এই মন্দিরটি শুধু দীপাবলি উপলক্ষ্যেই খোলা হয়।[1][2][3][4]
আরও দেখুন
- পাকিস্তানে হিন্দুধর্ম
- কৃষ্ণ মন্দির ধ্বংস প্রতিবেদন
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.