কামিল গ্লিক
কামিল ইয়াসেক গ্লিক (জন্ম: ৩ ফেব্রুয়ারি ১৯৮৮) হলেন একজন পোলিশ পেশাদার ফুটবলার, যিনি লীগ ১-এর ক্লাব মোনাকো এবং পোল্যান্ড জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তার পূর্ববর্তী ক্লাবগুলোর মধ্যে রিয়াল মাদ্রিদ সি, পিয়াস্ত গ্লিউইসে, পালেরমো এবং তরিনো অন্যতম। তিনি তরিনো ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করতেন। তিনি ২০১৬ উয়েফা ইউরোয় পোল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন, যেখানে তার দল উক্ত টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত পৌঁছায়। পোলিশ হওয়ার পাশাপাশি গ্লিক জার্মানির নাগরিকত্বও লাভ করেছেন।
২০১২ সালে পোল্যান্ডের হয়ে কামিল গ্লিক
Glik with Poland in 2012 | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | কামিল ইয়াসেক গ্লিক | ||
জন্ম | ৩ ফেব্রুয়ারি ১৯৮৮ | ||
জন্ম স্থান | ইয়াস্ত্রেবি দ্রোয়ে, পোল্যান্ড | ||
উচ্চতা | ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান ক্লাব | মোনাকো | ||
জার্সি নম্বর | ২৫ | ||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||
মসির ইয়াস্ত্রেবি দ্রোয়ে | |||
২০০০–২০০৫ | ডাব্লিউএসপি ওজিস্লাভ শ্লাস্কি | ||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
২০০৫ | → শিলেশা লুবোমিয়া (ধার) | ? | (?) |
২০০৬ | হোরাদাদা | ? | (?) |
২০০৭–২০০৮ | রিয়াল মাদ্রিদ সি | ১৮ | (০) |
২০০৮–২০১০ | পিয়াস্ত গ্লিউইসে | ৫৪ | (২) |
২০১০–২০১১ | পালেরমো | ০ | (০) |
২০১১ | → বারি (ধার) | ১৬ | (০) |
২০১১–২০১৬ | তরিনো | ১৫৪ | (১২) |
২০১৬– | মোনাকো | ৬৭ | (৯) |
জাতীয় দল‡ | |||
২০০৮–২০১০ | পোল্যান্ড অনূর্ধ্ব-২১ | ১৪ | (৩) |
২০১০– | পোল্যান্ড | ৫৭ | (৪) |
† উপস্থিতি(গোল সংখ্যা)। |
তথ্যসূত্র
- National-Football-Teams.com-এ কামিল গ্লিক (ইংরেজি)
- http://en.as.com/en/2017/05/17/football/1495054892_245924.html
- "Trophées UNFP : Le Palmarès Complet de l'Édition 2017"। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৭।
বহিঃসংযোগ
- 90minut.pl-এ কামিল গ্লিক (পোলীয়)
- National-Football-Teams.com-এ কামিল গ্লিক (ইংরেজি)
- কামিল গ্লিক প্রোফাইল সকারওয়েতে
টেমপ্লেট:২০১৬–১৭ লীগ ১ ইউএনপিএফ বছরের সেরা দল টেমপ্লেট:এএস মোনাকো এফসি দল টেমপ্লেট:পোল্যান্ড দল ২০১৬ উয়েফা ইউরো
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.