কাউরি আউরনাসন
কাউরি আউরনাসন (জন্ম: ১৩ অক্টোবর ১৯৮২) হলেন একজন আইসল্যান্ডীয় পেশাদার ফুটবলার, যিনি আবেরডিন এবং আইসল্যান্ড জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি নাটস্পিরনুফেলাগিও ভিকিঙ্গুর, ইয়ুগরডেন আইএফ ফটবল, আরহুস গিমনাস্টিকফরেনিং, এসবার্গ এফবি, প্লাইমাউথ আরগিল এফসি, রথ্যারহাম ইউনাইটেড এফসি এবং মালমো এফএফের মতো ক্লাবে খেলেছেন।[3] তিনি মধ্যমাঠের খেলোয়াড় এবং রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলার যোগ্যতা রাখেন।
![]() ২০১৬ সালে কাউরি আউরনাসন | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | কাউরি আউরনাসন[1] | ||
জন্ম | ১৩ অক্টোবর ১৯৮২ | ||
জন্ম স্থান | গোথেনবার্গ, সুইডেন | ||
উচ্চতা | ১.৯১ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)[2] | ||
মাঠে অবস্থান | সেন্টার-ব্যাক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান ক্লাব | আবেরডিন | ||
জার্সি নম্বর | ১৪ | ||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||
১৯৯৯–২০০১ | ভিকিঙ্গুর | ||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
২০০১–২০০৪ | ভিকিঙ্গুর | ৪১ | (৩) |
২০০৪–২০০৬ | ইয়ুগরডেন | ৩৫ | (০) |
২০০৬–২০০৯ | এজিএফ আরহুস | ৫১ | (৩) |
২০০৯ | → এসবার্গ এফবি (ধার) | ৮ | (০) |
২০০৯–২০১১ | প্লাইমাউথ আরগিল | ৭২ | (৩) |
২০১১–২০১২ | আবেরডিন | ৩৩ | (৩) |
২০১২–২০১৫ | রথ্যারহাম ইউনাইটেড | ১১৬ | (৫) |
২০১৫–২০১৭ | মালমো এফএফ | ৩৭ | (২) |
২০১৭ | ওমোনিয়া | ৮ | (২) |
২০১৭– | আবেরডিন | ১৮ | (২) |
জাতীয় দল‡ | |||
২০০৫– | আইসল্যান্ড | ৬৫ | (৪) |
† উপস্থিতি(গোল সংখ্যা)। |
তিনি ২০০৫ সালে, আইসল্যান্ড জাতীয় দলের হয়ে ইতালির বিরুদ্ধে খেলার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন। তিনি এপর্যন্ত ৬৫-এর অধিক ম্যাচ খেলেছেন।
ক্যারিয়ার পরিসংখ্যান
আন্তর্জাতিক
- ২৪ মার্চ ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[4]
জাতীয় দল | সাল | উপস্থিতি | গোল |
---|---|---|---|
আইসল্যান্ড | |||
২০০৫ | ৮ | ১ | |
২০০৬ | 4 | ০ | |
২০০৭ | 4 | ০ | |
২০১০ | ১ | ০ | |
২০১২ | ৭ | 1 | |
২০১৩ | ৮ | ০ | |
২০১৪ | ৬ | ০ | |
২০১৫ | ৭ | ০ | |
২০১৬ | ১১ | ১ | |
২০১৭ | ৭ | ১ | |
২০১৮ | ১ | ০ | |
মোট | ৬৫ | ৪ |
সম্মাননা
- ইয়ুগরডেন
- আলসভেন্সকান:[5] ২০০৫
- সভেন্সকা কুপেন: ২০০৫
- রথ্যারহাম ইউনাইটেড
- লীগ টু রানার-আপ উন্নতি: ২০১২–১৩
- লীগ ওয়ান প্লে-অফ বিজয়ী: ২০১৩–১৪
- মালমো এফএফ
- আলসভেন্সকান: ২০১৬
তথ্যসূত্র
- "Professional retain list & free transfers 2012/13" (PDF)। The Football League। ১৮ মে ২০১৩। পৃষ্ঠা 70। ২ আগস্ট ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৩।
- "Kári Árnason"। svenskfotboll.se (in Swedish)। Swedish Football Association। ১৩ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৬।
- National-Football-Teams.com-এ "Kári Árnason" (ইংরেজি ভাষায়)। জাতীয় ফুটবল দল। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১০।
- http://www.difarkivet.se/dif_sm_guld_seniorer.pdf
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে কাউরি আউরনাসন সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- কাউরি আউরনাসন ক্যারিয়ার তথ্য
- কাউরি আউরনাসন প্রোফাইল সকারওয়েতে
- Danish League Profile (ডেনীয়)
- Malmö FF profile (সুয়েডীয়)
- টেমপ্লেট:Svenskfotboll
টেমপ্লেট:আইসল্যান্ড দল ২০১৬ উয়েফা ইউরো টেমপ্লেট:আবেরডিন এফসি দল
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.