আবেরডিন ফুটবল ক্লাব
আবেরডিন ফুটবল ক্লাব একটি স্কটিশ ফুটবল ক্লাব, যারা স্কটিশ প্রিমিয়ার লীগে খেলে থাকে।
![]() | |||
পূর্ণ নাম | আবেরডিন ফুটবল ক্লাব | ||
---|---|---|---|
ডাকনাম | ডনস | ||
প্রতিষ্ঠিত | ১৯০৩ | ||
মাঠ | পিটড্রি স্টেডিয়াম, আবেরডিন, স্কটল্যান্ড | ||
ধারণক্ষমতা | ২২,১৯৯ | ||
চেয়ারম্যান | ![]() | ||
ম্যানেজার | ![]() | ||
লীগ | স্কটিশ প্রিমিয়ার লীগ | ||
২০১৮-১৯ | স্কটিশ প্রিমিয়ার লীগ, ৪র্থ | ||
|
১৯০৩ সালে আবেরডিন, স্কটল্যান্ডের কয়েকটি দল একত্রীভুত করে আবেরডিন প্রতিষ্ঠা পেয়েছে। তারা স্কটিশ ফুটবলের ইতিহাসে সফলতম দলগুলোর একটি। ১৯৮০ দশকে স্যার এলেক্স ফার্গুসন ছিলেন আবেরডিনের অন্যতম সফল ম্যানেজার। তিনি দলকে তিনটি লীগ চ্যাম্পিয়নশিপ ও ১৯৮৩ সালে একটি উয়েফা কাপ উইনার্স কাপ জিতিয়েছেন।
আবেরডিনের নিজস্ব মাঠ পিটোড্রিতে অবস্থিত, যার দর্শক ধারনক্ষমতা ২২,১৯৯। এটি ছিল যুক্তরাজ্যের প্রথম অল-সিটার স্টেডিয়াম।
বহিঃসংযোগ
তথ্যসূত্র
সূত্র
- Webster, Jack (২০০৩)। The First 100 years of The Dons: The official history of Aberdeen Football Club 1903 - 2003। Hodder & Stoughton, London। আইএসবিএন ০-৩৪০-৮২৩৪৪-৫।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.