কল্যান্দি জমিদার বাড়ি

কল্যাণ্দি জমিদার বাড়ি বাংলাদেশ এর নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কল্যাণ্দি গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি[1]

কল্যান্দি জমিদার বাড়ি
বিকল্প নামরায় চৌধুরী জমিদার বাড়ি
সাধারণ তথ্য
ধরনবাসস্থান
অবস্থানসেনবাগ উপজেলা
ঠিকানাকল্যান্দি
শহরসেনবাগ উপজেলা, নোয়াখালী জেলা
দেশবাংলাদেশ
খোলা হয়েছে১৮০০ শতকে
স্বত্বাধিকারীরামেন্দ্র রায় চৌধুরী ও কাঙালি রায় চৌধুরী
কারিগরী বিবরণ
পদার্থইট, সুরকি ও রড

ইতিহাস

কল্যাণ্দি জমিদার বাড়িটি স্থানীয়দের কাছে রায় চৌধুরী জমিদার বাড়ি হিসেবেও বেশ পরিচিত। এই বাড়িটি দুই জমিদার মিলে প্রতিষ্ঠা করেছেন। জমিদার রামেন্দ্র রায় চৌধুরী ও জমিদার কাঙালি রায় চৌধুরী ১৮০০ শতকের দিকে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। তারা প্রজাদের কল্যাণে অনেক জনকল্যাণমূলক কাজ করে গেছেন। জমিদার রামেন্দ্র রায় চৌধুরী তার নামানুসারে নোয়াখালী জেলায় একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন। তার এইরকম বিভিন্ন ধরনের সাহসী উদ্যোগের জন্য ব্রিটিশ সরকার তাকে রায় বাহাদুর উপাধিতে ভূষিত করেন। এই জমিদারদের অধীনে মোট ১৯টি তালুক ছিল। জমিদারী প্রথা বিলুপ্ত হলে জমিদার বংশের অনেকেই ভারতে চলে যান। এখনও জমিদার বংশের কয়েকজন এখানে বসবাস করতেছেন।

অবকাঠামো

বর্তমান অবস্থা

তথ্যসূত্র

  1. "কালের সাক্ষী নোয়াখালীর কল্যান্দি জমিদার বাড়ি :: দৈনিক ইত্তেফাক"archive.ittefaq.com.bd (Bengali ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.