কনস্ট্যান্স বেনেট

কনস্ট্যান্স ক্যাম্পবেল বেনেট (ইংরেজি: Constance Campbell Bennett; জন্ম: ২২ অক্টোবর ১৯০৪ - ২৪ জুলাই ১৯৬৫) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি বিংশ শতাব্দীর বিশ ও ত্রিশের দশকে হলিউডের প্রধান নারী তারকা ছিলেন। ত্রিশের দশকে তিনি হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহীতা ও সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী হয়ে ওঠেন। পর্দায় তাকে প্রায়ই উচ্চবিত্ত তরুণী হিসেবে দেখা যেত। ত্রিশের দশকের শুরুতে তিনি মেলোড্রামার দিকে মনোযোগী থাকলেও ত্রিশের দশকের শেষের দিকে ও চল্লিশের দশকে তিনি হাস্যরসাত্মক চলচ্চিত্রেও কাজ করতে শুরু করেন। তিনি হোয়াট প্রাইস হলিউড? (১৯৩২), বেড অব রোজেস (১৯৩৩), টপার (১৯৩৭), টপার টেকস আ ট্রিপ (১৯৩৮) ছবিতে শ্রেষ্ঠাংশে এবং গ্রেটা গার্বো অভিনীত শেষ চলচ্চিত্র টু-ফেসেড উম্যান (১৯৪১) ছবিতে পার্শ্ব ভূমিকায় অভিনয় করে প্রসিদ্ধি অর্জন করেন।

রকাবাই (১৯৩২) চলচ্চিত্রের প্রচারণামূলক ছবিতে বেনেট

বেনেট মঞ্চ ও নির্বাক চলচ্চিত্র তারকা রিচার্ড বেনেটঅ্যাড্রিয়েনে মরিসনের কন্যা এবং অভিনেত্রী জোন বেনেটবারবারা বেনেটের বড় বোন।[1]

প্রারম্ভিক জীবন

বেনেট ১৯০৪ সালের ২২শে অক্টোবর নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। তার পিতা রিচার্ড বেনেট একজন অভিনেতা এবং মাতা অ্যাড্রিয়েনে মরিসন একজন অভিনেত্রী ছিলেন। তার মাতামহ লুইস মরিসন ছিলেন একজন মঞ্চ অভিনেতা, যার পূর্বপুরুষগণ ইংরেজ, স্পেনীয়, ইহুদি ও আফ্রিকান ছিলেন।[2] তিন বোনের মধ্যে কনস্ট্যান্স সবার বড়। তার দুই ছোট বোন জোন বেনেটবারবারা বেনেটও অভিনেত্রী। তারা তিন বোনই নিউ ইয়র্কের চ্যাপিন স্কুলে পড়াশুনা করেছেন।[3]

তথ্যসূত্র

  1. কেলো, ব্রায়ান (২০০৪)। The Bennetts: An Acting Family (ইংরেজি ভাষায়)। কেন্টাকি বিশ্ববিদ্যালয় প্রেস। আইএসবিএন 0813123291। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৮
  2. ডাউনি, ফিল। "A Black, Jewish Officer in the Civil War"জিউইশ হিস্টরি। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৮
  3. থম্পসন, ডেভিড (২০১৪)। The New Biographical Dictionary of Film (ইংরেজি ভাষায়)। আলফ্রেড এ. নফ। পৃষ্ঠা ১১৫৪। আইএসবিএন 9780375711848। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.