কটকটি ব্যাঙ

কটকটি ব্যাঙ বা ভাসা ব্যাঙ (বৈজ্ঞানিক নাম: Euphlyctis cyanophlyctis) (ইংরেজি: common skittering frog, studded frog বা Indian skipper frog) পরিবারের অর্ন্তগত Euphlyctis গণের একটি সাধারণ ব্যাঙ।

কটকটি ব্যাঙ
Euphlyctis cyanophlyctis
একটি স্ত্রী কটকটি ব্যাঙ

ন্যূনতম বিপদগ্রস্ত  (আইইউসিএন ৩.১)[1]
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
অপরিচিত শ্রেণী (ঠিক করুন): Euphlyctis
প্রজাতি: E. cyanophlyctis
দ্বিপদী নাম
Euphlyctis cyanophlyctis
(Schneider, 1799)
প্রতিশব্দ

Rana cyanophlyetis Schneider, 1799
Rana cyanophlyctis (Schneider, 1799)
Rana bengalensis Gray, 1830
Rana leschenaultii Duméril and Bibron, 1841
Occidozyga) cyanophlyctis (Schneider, 1799)

বিস্তৃতি

দক্ষিণ এশিয়া অঞ্চল, বিশেষত: বাংলাদেশ, ভারত, মায়ানমার প্রভৃতি দেশে এই ব্যাঙ প্রচুর দেখা যায়। এদের সচরাচর জলাশয়ের কিনারায় দেখা যায় এবং বেশির ভাগসময় শুধু এদের চোখ পানির ওপর ভেসে থাকে। বিরক্ত করা হলে এরা 'কটকট' শব্দ করে জলাশয়ের গভীরে চলে যায় এবং এই শব্দ থেকেই এদের এমন নামকরণ হয়েছে। কটকটি ব্যাঙকে পানির বাইরে তেমন একটা দেখা যায় না।

বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল ২ অনুযায়ী প্রজাতিটি সংরক্ষিত।[2]

তথ্যসূত্র

  1. Muhammad Sharif Khan, Theodore Papenfuss, Steven Anderson, Nasrullah Rastegar-Pouyani, Sergius Kuzmin, Sushil Dutta, Kelum Manamendra-Arachchi, Mozafar Sharifi (২০০৯)। "Euphlyctis cyanophlyctis"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.1প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৩
  2. বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জুলাই ১০ ২০১২, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পৃষ্ঠা- ১১৮৫০২
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.