ওয়ালি এডওয়ার্ডস

ওয়াল্টার জন এডওয়ার্ডস (ইংরেজি: Walter John Edwards; জন্ম: ২৩ ডিসেম্বর, ১৯৪৯) ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সুবিয়াকো এলাকায় জন্মগ্রহণকারী সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটারঅস্ট্রেলিয়া ক্রিকেট দলের পক্ষে ১৯৭৪ থেকে ১৯৭৫ সময়কালে তিনটি টেস্ট ম্যাচ ও একটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন ওয়ালি এডওয়ার্ডস। বর্তমানে তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ায় সভাপতি হিসেবে ২০১১ সাল থেকে দায়িত্ব পালন করছেন।

ওয়ালি এডওয়ার্ডস
ক্রিকেট তথ্য
ব্যাটিংয়ের ধরনবামহাতি ব্যাট
বোলিংয়ের ধরনলেগ ব্রেক
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৭৪১৯৭৭ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই
ম্যাচ সংখ্যা
রানের সংখ্যা ৬৮
ব্যাটিং গড় ১১.৩৩ ২.০০
১০০/৫০ -/- -/-
সর্বোচ্চ রান ৩০
বল করেছে -
উইকেট - -
বোলিং গড় - -
ইনিংসে ৫ উইকেট - -
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং - -
ক্যাচ/স্ট্যাম্পিং -/- -/-
উৎস: ক্রিকইনফো, ১৫ জানুয়ারি ২০১৭

ক্রিকেট প্রশাসন

খেলার জগৎ থেকে অবসর নেয়ার পর অস্ট্রেলীয় ক্রিকেটের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকেন। ২০০০ সাল পর্যন্ত তিনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ছিলেন। এরপর ২০০২ সালে তাকে আজীবন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। পাশাপাশি ১১ বছর ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিচালনা পরিষদেও দায়িত্ব পালন করেন।[1] ক্রিকেটের বাইরে এডওয়ার্ডসের নিজস্ব একটি সেচযন্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে।[2]

তথ্যসূত্র

  1. Cricket Australia: Bio of Wally Edwards
  2. Barrett, C. "The Tonk: Bob Hawke keeps talking a good game", The Age, http://www.theage.com.au/sport/cricket/the-tonk-bob-hawke-keeps-talking-a-good-game-20131215-2zfdm.html, Accessed 17 December 2013.

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.