ওয়াকিদী
মুহাম্মদ বিন আমর আল ওয়াকিদী (৭৪৭-৮২৩ খ্রি.) যিনি অধিকাংশ সময় ওয়াকিদী বা আল ওয়াকিদী নামে পরিচিত ছিলেন । তিনি একজন প্রসিদ্ধ ইসলামিক ইতিহাসবিদ । রাসুল(সঃ) এর জীবনী ও তার পরবর্তী সাহাবা ও তাবেয়ী দের জীবনী নিয়ে গবেষণা করার জন্য তিনি বিখ্যাত । ইসলামের অনেক গুরুত্বপূর্ণ তথ্য তিনি বর্ণনা করেছেন ।[1]
মুহাম্মদ বিন আমর আল ওয়াকিদী | |
---|---|
জন্ম | ৭৪৭ খ্রিঃ/১৩০হিঃ |
মৃত্যু | ৮২৩ খ্রিঃ/২০৭ হিঃ |
পরিচিতির কারণ | বিশিষ্ট ইসলামিক ইতিহাসবিদ |
জন্ম ও পরিচয়
ওয়াকিদী সৌদি আরবের মদিনা শহরে জন্ম গ্রহণ করেন । পিতামহ ওয়াকিদের নাম থেকে তিনি আল ওয়াকিদী নামকরন পান ।
ইতিহাস চর্চা
আল ওয়াকিদী ছিলেন বিশাল ইসলামী জ্ঞানের অধিকারী ।কথিত রয়েছে, তার ব্যক্তিগত লাইব্রেরিতে ৬০০ বান্ডিল কিতাব ছিল যা বহনের জন্যে ১২০টি বাহনের প্রয়োজন হতো । তিনি ইসলামী ইতিহাসে সুনিপণ জ্ঞানের অধিকারী ছিলেন ।
বইসমূহ
তিনি আল তারিখ ওয়া আল মাগাযী বইটি রচনার জন্য বিখ্যাত । তবে এই বইয়ের কিছু ইসলাম বিরোধিতা ইসলামের সমালোচনার জন্য ব্যবহার করছে ।
সমালোচনা
তিনি একজন প্রসিদ্ধ ইতিহাসবিদ হওয়া সত্ত্বেও বহু ইসলামী বিশেষজ্ঞদের নিকট গ্রহণ যোগ্য ছিলেন না ।
ইমাম শাফেয়ী বলেন- ‘ওয়াকিদির সকল রচনা মিথ্যায় ভরপুর,সে মদিনার সাত জালিয়াতের একজন ।[2]
ইমাম আবু দাউদ বলেন- ‘আমি ওয়াকিদীর নির্ভরতায় কোনো হাদিস বর্ণনা করি না । সে জাল হাদিসের কারিগর’।
ইবনে হাজার আসকালানি (র) বলেন ‘অসীম জ্ঞানের অধিকারী হওয়া সত্বেও ওয়াকিদি পরিত্যক্ত’।[3]
ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ.), ইমাম নূমায়ের (রহ.), ইমাম দাহাবী (রহ.) প্রমুখ মনিষী ওয়াকিদীকে মিথ্যুক বলেছেন ।[4]
মৃত্যু
অয়াকিদী ৮২৩ খ্রিষ্টাব্দ/২০৭ হিজরিতে ইন্তিকাল করেন ।
তথ্যসূত্র
- কুরআন মজীদ (বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা) - চলিত ভাষা: The Holy Quran ...।
- (ইবনে হাতিম আল রাজী, কিতাব আল র্যুহ, খন্ড-৪, পৃ.-২১)।
- (তাহদীব, খন্ড-২, পৃ.-১৯৪)।
- ( আল দাহাবী, মীযান, খন্ড-৩, পৃ.-১১০)।